চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে : রিজভী

গ্যাং অফ ফোরের চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে রিজভী এসব কথা বলেন। 

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কয়েকদিন যাবত দেখতে পেয়েছেন মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে কীভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ফোনালাপে উঠে এসেছে তাদের খুনের মনোবৃত্তি, ডাকাতির মনোবৃত্তি, রক্ত পিপাসু মনোবৃত্তির নানা বহিঃপ্রকাশ।

রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনে ১৪০০ থেকে ১৫০০ শিক্ষার্থী, রিকশাওয়ালা শ্রমিক হত্যাকাণ্ড থেকে কেউ বাদ যায়নি। বিএনপির সাড়ে ৪০০ কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। মানুষ শেখ হাসিনার এই রক্ত পিপাসু নেতৃত্বের কারণে ছটফট করছিল। এই শেখ হাসিনার সরকারের পুনরাবৃত্তি মানুষ চায় না।

আহত ছাত্রদল নেতা দোলন প্রসঙ্গে তিনি বলেন, দোলন একজন সাধারণ নিরীহ নিবেদিত প্রাণ বিএনপি কর্মী। তারা একটি সাধারণ পরিবার, ভদ্র পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিল তার প্রেক্ষিতে তাকে হামলা করে গুরুতর আহত করা হয়েছে।

রিজভী অভিযোগ করে বলেন, আজকে দোলনকে হত্যার উদ্দেশ্যে ক্ষতবিক্ষত করা অপকর্মকারীরা প্রটেকশন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দোলনকে হত্যার উদ্দেশ্যে যারা তার শরীরে আঘাত করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর দায় কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এড়াতে পারবে না, এই দোলনের ওপর যারা হামলা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রটেকশন পাচ্ছে তাদেরকে স্থানীয় প্রশাসন কেন গ্রেপ্তার করছে না। আমাদের দাবি আজকের মধ্যে ওইসব অপকর্মকারীদের গ্রেপ্তার দেখতে চাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে যদি আরেকটা কোনো ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন। হামলাকারীদের বিষয়ে এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেউ যদি সেই অপকর্মকারীদের প্রটেকশন দেয় তারা কারা প্রশাসনকে এগুলো জানান, প্রয়োজনে আমাদেরকেও জানান। সে যদি দলেরও কোনো লোক হয় তার বিরুদ্ধে দলীয় চূড়ান্ত শাস্তি বহিষ্কার করা হবে, সে যত বড় নেতা হোক। এখানে যদি বিএনপির কোনো লোক হয়ে থাকে আমাদেরকে ফোনে জানান সে যত পাওয়ারফুল নেতা হোক না কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

রিজভী বলেন, অপকর্মকারীদের পক্ষে প্রশাসনকে কোনো নেতা যদি ফোন করে থাকে তার নামও আমাদেরকে জানান। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি দলেরও কেউ এই ঘটনায় জড়িত থাকেন।

এ সময় দলের পক্ষ থেকে আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন তিনি। পরে দোলনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দীর্ঘ ৭ বছর পর যুক্তরাষ্ট্র থে‌কে এ‌লো ভুট্টার চালান Jan 07, 2026
img
শেরপুরে পাহাড়ে বন্যহাতির আক্রমণে প্রাণহানি ১ জনের Jan 07, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে: কমিশনার সানাউল্লাহ Jan 07, 2026
img
গাছ কাটার সর্বোচ্চ শাস্তি লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি Jan 07, 2026
img
প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে Jan 07, 2026
img
চেক জালিয়াতি মামলায় ইভ্যালির প্রধান নির্বাহীর কারাদণ্ড, চেয়ারম্যান শামীমা খালাস Jan 07, 2026
img
বেথেলের প্রথম সেঞ্চুরি, জয় দেখছে অস্ট্রেলিয়া Jan 07, 2026
img

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সরকারের সঙ্গে লড়াই করুন, ক্রিকেটারদের সঙ্গে নয় Jan 07, 2026
img
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল Jan 07, 2026
img
আগামী অর্থবছরেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে: এনবিআর চেয়ারম্যান Jan 07, 2026
img
স্ত্রীসহ ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা Jan 07, 2026
img
মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া Jan 07, 2026
img
এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা: ইসি সানাউল্লাহ Jan 07, 2026
img
সৌমিতৃষার কোন বিষয়ে ক্ষুব্ধ পরমা? Jan 07, 2026
img
গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস Jan 07, 2026
দল থেকে পদত্যাগকারীদের ফেরানোর চেষ্টায় এনসিপি Jan 07, 2026
img
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন Jan 07, 2026
img
'ভারত বিশ্বাসঘাতকে ভরে গিয়েছে!' কাকে ইঙ্গিত করে বললেন দেবলীনা? Jan 07, 2026
img
জাতীয় পার্টিকে ভোটে অংশ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে রিট Jan 07, 2026
img
অ্যাশেজে ইতিহাস গড়লেন ২২ বছর বয়সী ক্রিকেটার Jan 07, 2026