ফেনী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের রাজনৈতিক বক্তব্য থাকবে ঠিক, কিন্তু সেটাও কৌশলী হওয়া উচিত।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াত আমিরের দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তার প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন আবু হানিফ।
পোস্টে তিনি বলেন, ইসলামী দলের নেতারা অন্য ধর্মের উৎসবকে শুভেচ্ছা জানাতে গিয়ে আমার নিজের ইমান-আকিদার সাথে যেনো কোনো প্রকার কনফ্লিক্ট তৈরি না হয়, সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। শুভেচ্ছা না জানিয়ে রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাদের ধর্মীয় উৎসবের সর্বোচ্চ নিরাপত্তা এবং সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানানো যেতো।
পোস্টের শেষে তিনি আরও বলেন, যেহেতু অন্ধ আনুগত্য করি না, সেহেতু আপাতত দ্বিমত করলাম।
এমআর/টিকে