আরেক ধাপ এগোতেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত রাজ্জাকের

সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে কাজ করেছেন আব্দুর রাজ্জাক। সাড়ে চার বছরের বেশি সময় পর নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই স্পিনার। বিসিবির নির্বাচনে অংশ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৬ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা হতে পরিচালক পদে লড়বেন রাজ্জাক।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না রাজ্জাক। নির্বাচকদের কাছ থেকে বঞ্চনার শিকার হওয়া নিয়ে অনেকবারই আক্ষেপ করেছেন তিনি। ২০১৪ সালের পর থেকে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ডাক পড়েনি তাঁর। তবে ২০১৮ সালে হুট করেই টেস্ট দলে সুযোগ মেলে বাঁহাতি স্পিনারের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে ৫ উইকেট নিলেও কদিন পরই বাদ পড়তে হয় তাকে।

ক্রিকেটার থাকা অবস্থায়ই ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে সুযোগ পান রাজ্জাক। নির্বাচকের দায়িত্ব পালন করতে অবশ্য পরবর্তীতে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সাজ্জাদ আহমেদ শিপনের ছেড়ে যাওয়া জায়গায় মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক এই স্পিনার।

এরপর নান্নু ও বাশার সরে গেলেও থেকে যান রাজ্জাক। এবার তিনি নিজেই সরে দাঁড়ালেন নির্বাচকের পদ থেকে। রাজ্জাক জানিয়েছেন হুট করে এই সিদ্ধান্ত নেননি তিনি। ভেবে চিন্তেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। বিশেষ করে খুলনা বিভাগের অন্যান্য বিপক্ষে সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্টদের চাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজ্জাক বলেন, 'যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনের ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরো মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেসার-এর কিছু না। আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন, নামই কিন্তু ইলেকশন, তো আমাকে কিন্তু মেন্টালি ঐভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে।'

দেশের ক্রিকেটের কথা ভেবেই নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্জাক। সেই কথা জানিয়ে সাবেক এই স্পিনার বলেন, 'আমি অনেক খেলছি, আমি অনেকদিন খেলছি। খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টর ছিলাম, আমি চেষ্টা করছি যে সততার সঙ্গে যত কিছু করা যায়। তো এখন আমার মনে হচ্ছে তা ঠিক আছে, আরেক স্টেপ এগিয়ে গিয়ে যদি কিছু করার থাকে তো অবশ্যই আমি...'

নির্বাচনে অংশ নেয়ার ভাবনার কথা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন রাজ্জাক। তিনি বলেন, 'বলা খুবই মুশকিল যে আগে একেবারেই চিন্তা করিনি, আবার এটাও ঠিক না যে একদম আজকে এখন ডিসিশন নিয়ে নিয়ে নিলাম। এটা জাস্ট দুইভাবে চলছিল আমার মাথার মধ্যে যে আসলে কী করলে ভালো হয়।'

বাংলাদেশ কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে। আসন্ন এই সিরিজের দল নির্বাচনেও ভূমিকা রেখেছেন রাজ্জাক। দলে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত এলে দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত নেবেন বলেও জানিয়েছেন রাজ্জাক। তিনি বলেছেন, 'এখন তো ওনারা যারা ওনারা দুইজন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আছেনই। তো ওনারা ডিসিশন নিবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে। আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী যাবে ওনারা।'

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
'এখানেই স্বর্গ আছে, যা উপভোগ করতে হবে' Nov 12, 2025
img
সিলেটে বিটিসিএলের পরিত্যক্ত ২ টি গুদামে আগুন Nov 12, 2025
img
হামজার সঙ্গে খেলতে অধীর আগ্রহী নেপালি ফুটবলাররা Nov 12, 2025
img
শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু Nov 12, 2025
img
এবার হীরাবেন মোদির চরিত্রে দেখা যাবে রাভিনা ট্যান্ডনকে Nov 12, 2025
img
মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সানিয়ার মানসিক অবস্থা নিয়ে খোলামেলা বললেন ফারাহ Nov 12, 2025
img
শেষ সিনেমা দিয়ে থালাপাতি বিজয়ের আবেগঘন বিদায় Nov 12, 2025
img
পরপর দুটি ককটেল বিস্ফোরণে টিএসসি এলাকায় চাঞ্চল্য Nov 12, 2025
img
নাটোরে পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল Nov 12, 2025
img
এবার নতুন চরিত্রে নিজেকে প্রমাণ করতে চলেছেন ভাগ্যশ্রী বরসে Nov 12, 2025
img
ভেঙে গেল মেসির বার্সেলোনায় ফেরার স্বপ্ন! Nov 12, 2025
img
রাজধানীর তেজগাঁও রেললাইনে আগুন, আটক ২ Nov 12, 2025
জয়ার ওয়েস্টার্ন লুক ভক্তদের মন কেড়েছে Nov 12, 2025
পুরান ঢাকায় মামুন হত্যার দুই শ্যুটারসহ ৫ জনের রিমান্ড Nov 12, 2025
আ. লীগের ঝটিকা মিছিলে গেলে ৫ হাজার, ব্যানার ধরলে ৮ হাজার Nov 12, 2025
img
'একাকীত্ব ও হতাশার ফল', উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে মুখ খুললেন সংগীত পরিচালক Nov 12, 2025
img
নতুন সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ কম্বোডিয়া-থাইল্যান্ডের Nov 12, 2025
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় পুলিশের অভিযান Nov 12, 2025
যে সূরা পড়লে হতাশা দূর হয় Nov 12, 2025
img
আমি ক্লান্ত হই, কিন্তু থামি না: দেব Nov 12, 2025