থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৬, নেপথ্যে কী?

তামিল সিনেমার অন্যতম সেরা সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের জনসভায় পদপিষ্টে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া এ ঘটনায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর জনসভায় হুড়োহুড়ির একপর্যায়ে পদপিষ্টে এই হতাহতের ঘটনা ঘটে।

করুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাশির্বাথাম জানিয়েছেন, ৫০০ জনকে ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কমপক্ষে আরও ৪০০ জনকে হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। 

কিন্তু এই ঘটনার নেপথে কী?

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান। তিনি বক্তৃতা শুরুর পরপরই সমাবেশস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে আসার চেষ্টা করেন, তাতেই পদদলনের ঘটনা ঘটে। অন্যদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় যখন তার বক্তব্য দিচ্ছিলেন, তখন হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে নিরাপত্তাকর্মীরা অ্যালার্ম বাজাতে শুরু করেন এবং বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। পরে সেখান থেকে বেশ কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিটিআই আরও জানিয়েছে, প্রচন্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। অনুষ্ঠানস্থলে কমপক্ষে ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কতৃপক্ষকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।

এদিকে এ ঘটনায় এরইমধ্যে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। অন্যদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে অব্যবস্থাপনার জন্য বিজয়ের গ্রেফতার দাবি করেছে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার Sep 28, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 28, 2025
২৭২ কিলোমিটার অবাধ প্রবাহ ইউরোপের ‘শেষ বন্য’ নদীর স্বীকৃতি পেল ভিওসা Sep 28, 2025
ক্ষমতায় গেলে তিন প্রতিজ্ঞার কথা জানালেন জামায়াতের আমির Sep 28, 2025
img
মিয়ানমারের নাগরিকদের জন্য মালয়েশিয়ায় ভিসামুক্ত প্রবেশের সুযোগ Sep 28, 2025
img
দুর্গাপূজার নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান ডাকসু ভিপির Sep 28, 2025
img
উড়তে থাকা লিভারপুলকে মাটিতে নামালো ক্রিস্টাল প্যালেস Sep 28, 2025
img
হাল্যান্ডের জোড়া গোলে বার্নলিকে উড়িয়ে দিলো ম্যানসিটি Sep 28, 2025
বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন পাপন, কফিনে রেখে এলেন নিজের টুপি Sep 28, 2025
img
মাহমুদউল্লাহ ঝড়ো ইনিংস ছাপিয়ে চট্টগ্রামকে জেতালেন দিপু-জয় Sep 28, 2025
img
ভারতের বিপক্ষে আগ্রাসী হলেও হারিসদের থামাবেন না সালমান Sep 28, 2025
img
বেনাপোল দিয়ে ১০ দিনে ভারতে গেল ৯৯ টনের বেশি ইলিশ Sep 28, 2025
কে জিতবে ফাইনাল? ভারত নাকি পাকিস্তান! Sep 28, 2025
img
প্রাণহানিতে আমি অসহনীয় যন্ত্রণা ও শোকে কাতর : থালাপতি বিজয় Sep 28, 2025
img
নির্বাচন পর্যবেক্ষকের প্রাথমিক তালিকায় ৭৩ সংস্থা Sep 28, 2025
img
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ Sep 28, 2025
img
জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাকে বাথরুমে লাঞ্ছিতের অভিযোগ Sep 28, 2025
img
চলতি বছরেই হতে পারে ট্রাম্প-কিম বৈঠক Sep 28, 2025
img
সাজেকে আটকে পড়া পর্যটকরা সেনা নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছালেন Sep 28, 2025
img
বিমানবন্দরে আটকে দেওয়ার কারণ আজ জানাবেন সোহেল তাজ Sep 28, 2025