মিয়ানমারের পাসপোর্টধারীদের জন্য সর্বোচ্চ ১৪ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ চালু করেছে মালয়েশিয়া।
ইয়াঙ্গুনে নিযুক্ত মালয়েশিয়ার দূতাবাস এ ঘোষণা দিয়েছে বলে শনিবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দৈনিক মিজিমার খবরে জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করতেই মালয়েশিয়ার এই নতুন নীতিমালা নেওয়া হয়েছে। তবে এতে জোর দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার ওপর নির্ভর করবে। অর্থাৎ, ভিসামুক্ত প্রবেশের সুবিধা থাকলেও যে কেউ মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন—এমন নিশ্চয়তা নেই।
দূতাবাস আরও স্পষ্ট করেছে, এই কর্মসূচি কেবল পর্যটন উদ্দেশ্যে নেওয়া হয়েছে; যেসব ভ্রমণকারীর অবৈধভাবে মালয়েশিয়ায় থেকে যাওয়ার অভিপ্রায় নেই, শুধু তারাই এর আওতায় আসবেন।
শর্ত হিসেবে বলা হয়েছে, মালয়েশিয়ায় যাত্রার আগে মিয়ানমারের নাগরিকদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং বা আবাসনের ঠিকানার প্রিন্ট কপি, ফিরতি বিমানের টিকিট এবং অন্তত এক হাজার মার্কিন ডলার ‘শো মানি’ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, প্রয়োজনে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ এসব নথি ও অর্থ ভ্রমণকারীর কাছে আছে কি না তা যাচাই করবে।
ইএ/টিকে