জনপ্রিয় পরিচালক সুজিত অবশেষে মুখ খুললেন কেন তার বহু প্রতীক্ষিত রাম চরণের সঙ্গে প্রজেক্টটি আলোর মুখ দেখল না। ‘সাহো’ ছবির পরপরই তিনি একটি নতুন গল্প নিয়ে রাম চরণের সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন। সেই গল্পের আবহ ছিল পুরোপুরি ইউরোপকেন্দ্রিক। তবে দুর্ভাগ্যজনকভাবে পরিকল্পনার সময়টিই মিলে যায় করোনা মহামারির সঙ্গে।
সুজিত জানালেন, বিদেশে শুটিং তখন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। নানা মহল থেকে বলা হয়েছিল, বিদেশি লোকেশনে শুটিংয়ের অনুমতি মিলবে না। আর সেজন্যই ছবিটি শুরু করার আগেই থেমে যায়। যদিও রাম চরণের ভক্তরা তখন এই প্রজেক্ট নিয়ে দারুণ উৎসাহী ছিলেন।
এদিকে সুজিত এখন ব্যস্ত তার সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ওজি’ নিয়ে। পাওয়ারস্টার পাওয়ন কল্যাণের দুর্দান্ত লুক ও অ্যাকশনভরা দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের মাতিয়েছে। ছবিতে খলনায়কের চরিত্রে প্রথমবারের মতো তেলেগু ইন্ডাস্ট্রিতে হাজির হয়েছেন বলিউড তারকা ইমরান হাশমি। আর নায়িকা হিসেবে আছেন প্রিয়াঙ্কা অরুল মোহন। পুরোনো পাওয়নকে নতুন রূপে দেখে ভক্তরা যেন উচ্ছ্বাস সামলাতে পারছেন না।
ছবির কাহিনি, মার্শাল আর্ট ঘরানার লড়াই এবং ভিন্টেজ পাওয়ন কল্যাণের উপস্থিতি টলিউডের ব্যবসায়িক সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে। আর সুজিতের কাছে ‘ওজি’-এর এই সাফল্য যেন রাম চরণের সঙ্গে অপূর্ণ থাকা সেই স্বপ্নের ক্ষতিপূরণ হয়ে দাঁড়িয়েছে।
কেএন/টিকে