অভিবাসীদের জন্য স্থায়ীভাবে বসবাসের নিয়ম আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এখন থেকে কোনো অভিবাসী যদি ব্রিটিশ সরকার বরাবর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন, তাহলে কী কারণে তিনি ব্রিটেনের সমাজের জন্য মূল্যবান তার ব্যাখ্যা আবেদনে থাকতে হবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করবেন বলেও জানা গেছে।
গত এক যুগেরও বেশি সময় ধরে অনিয়ন্ত্রিত অভিবাসন সমস্যায় ভুগছে ব্রিটেন। ২০০৯ সালের নির্বাচনে এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল কনজারভেটিভ পার্টি। কিন্তু ১৫ বছরে এ ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতির ধারে-কাছেও যেতে না পারায় ২০২৪ সালের নির্বাচনে ভরাডুবি ঘটে দলটির এবং ক্ষমতায় আসে লেবার পার্টি।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার।
এদিকে অনিয়মিত ও অনিয়ন্ত্রিত অভিবাসন ইস্যুটিকে সামনে এনে বর্তমান ও অতীতের সরকারগুলোর সমালোচনা শুর করেছে ব্রিটিশ রাজনৈতিক দল রিফর্ম ইউকে পার্টি এবং দিন দিন তাদের জনপ্রিয়তা বাড়ছে। মূলত রিফর্ম ইউকে পার্টির দাবির মুখেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাসরত যে কোনো অভিবাসী টানা ৫ বছর বসবাসের পর স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন।
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে আবেদনকারীর ইংরেজিতে উচ্চতর দক্ষতা এবং যে কমিউনিটিতে আবেদনকারী থাকেন, সেখানে সমাজসেবা মূলক কোনো স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে তিনি জড়িত কি না— তা খতিয়ে দেখা হবে। যারা এই দুই ক্যাটাগরিতে পাস করবেন, তাদেরকেই দেওয়া হবে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন।
সূত্র : রয়টার্স
এবি/টিএ