হজ ও দুই পবিত্র মসজিদের সমৃদ্ধ ইতিহাস সংরক্ষণের জন্য একটি স্থায়ী জাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এটি দেশটির বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি এ প্রকল্পের উচ্চপর্যায়ের তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতিত্ব করেন কাস্টডিয়ান অব টু হোলি মসকসের বিশেষ উপদেষ্টা প্রিন্স ফয়সাল বিন সালমান।
প্রকল্পটি বাদশা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে হজের রীতি-নীতি এবং ইসলামী স্থাপত্যের বিকাশের ধারা সংরক্ষণ করে একটি সমন্বিত জ্ঞানভাণ্ডার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এই জাতীয় উদ্যোগের লক্ষ্য শতাব্দীর পর শতাব্দী ধরে হজ ও ওমরাহর আচার-অনুষ্ঠান, দুই পবিত্র মসজিদের ইতিহাস এবং সেবায় ঘটে যাওয়া বড় পরিবর্তনগুলোকে প্রামাণ্যভাবে নথিবদ্ধ করা। জাদুঘরটি হবে মুসলিম বিশ্বের জন্য একটি পূর্ণাঙ্গ জ্ঞানভাণ্ডার।
মূলত ‘হজ ও দুই পবিত্র মসজিদের বিশ্বকোষ’ নামে যাত্রা শুরু করলেও পরে এটি জাতীয় উদ্যোগে রূপ নিয়েছে। কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস (দারাহ) এবং হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় এটি বাস্তবায়ন করা হবে।
বৈঠকে আরও জানানো হয়, মদিনায় ‘রাসুল (সা.)-এর জীবনের ঐতিহাসিক ঘটনাবলি’ শীর্ষক একটি ফোরাম আয়োজন করা হবে। পাশাপাশি হজ ইতিহাস নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।
প্রকল্পের কাজ তদারকি করছেন ইসলামের শীর্ষস্থানীয় আলেম ও নীতি-নির্ধারকরা। তাদের মধ্যে রয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ, মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মোহাম্মদ আল ইসা এবং হজ মন্ত্রী ড. তাওফিক আল রাবিয়াহ।
এ উদ্যোগের মাধ্যমে বিশ্ব মুসলিমের কাছে হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস আরও প্রাতিষ্ঠানিকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : গালফ নিউজ, সৌদি গেজেট
এমকে/এসএন