বাংলাদেশ জামায়াতে ইসলামী কি আগামীতে রাজনীতির নিয়ন্ত্রণ করবে? এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। এই প্রশ্ন সামনে রেখে তিনি বলেন, ‘সেই কৌশলে কি বিভিন্ন দলকে দিয়ে জামায়াতে ইসলামী জাতীয় পার্টি নিষিদ্ধ ও ১৪ দল নিষিদ্ধের এই আওয়াজ তোলা হচ্ছে।’
আজ সোমবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন মোস্তফা ফিরোজ।
ভিডিওতে আরেক সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের একটি বক্তব্য তুলে ধরেছেন তিনি।
সেখানে মাসুদ কামাল যুক্তি দিয়ে বলেছেন, ‘আগামী নির্বাচনে পুরো নাটাইটা থাকবে জামায়াতের হাতে। জামায়াত নিয়ন্ত্রণ করবে নির্বাচনটা।’
মাসুদ কামালের এই বক্তব্য ফেলে দেওয়ার মতো নয় জানিয়ে মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে নেই। তার আর নির্বাচনের সম্ভাবনা নেই।
জাতীয় পার্টি আছে, তবে তারা দুই গ্রুপ ধাক্কাধাক্কি করতেছে। আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ যদি ১৪ দল পরিষ্কার হয়ে যায় তাহলে আসলেই ফ্যাক্টর হয়ে উঠবে জামায়াতে ইসলামী। জামায়াত বলবে, পিয়ার যদি না হয় তাহলে আমরা নির্বাচনে যাব না। তাহলে বিএনপির অবস্থা কী হবে?’
তিনি আরো বলেন, ‘রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি নেই, ১৪ দলের কোনো শক্তি নেই।
তাহলে আর থাকল কে? এনসিপিও তো এখন কোনো ম্যাটার করে না। তারা যদি খুব ভালোভাবে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারত তাহলে একটা কথা ছিল। কিন্তু এনসিপির তো সেই ক্ষমতা নেই। এটা তো বুঝে গেছে সবাই। এখন জামায়াত আরো ভালোভাবে বোঝে।
জামায়াত ইসলামীর হিসাব পরিষ্কার জানিয়ে মোস্তফা ফিরোজ বলেন, ‘এখন জামায়াত খেলতে পারবে। কিন্তু বিএনপি তখন অসহায় হয়ে পড়বে। হ্যাঁ, বিএনপিও যদি বলে যে আমরাও নির্বাচনে যাব না তাহলে তো নির্বাচনই হবে না। সেটা তো আর একটা সংকট।’
এমকে/এসএন