ধর্মের ভিত্তিতে বিভাজনমূলক রাজনীতি চায় না বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, দেশের জনগণ এই পদ্ধতির বিপক্ষে।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
ইএ/টিকে