বলিউড অভিনেত্রী দিশা পাটানির পরিবারের ওপর কয়েক দিন আগে বরেলিতে অস্ত্রধারীর হামলা ঘটে, যা দেশে তোলপাড় সৃষ্টি করে। নিরাপত্তা জোরদার করে দিশা এখন সতর্কভাবে কাজ করছেন এবং শুটিংয়ের তথ্য গোপন রেখেছেন।
এদিকে, চলতি সপ্তাহে ব্যাংককে শুরু হয়েছে আওয়ারাপান ২- এর শুটিং, যেখানে দিশা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এতে ইমরান হাশমির বিপরীতে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে এই নায়িকাকে।
আওয়ারাপান ২- এর প্রায় ৫০% দৃশ্য ব্যাংককে শুট করা হবে, কারণ গল্পের বড় অংশ সেখানে ভিত্তি করে নির্মিত। তাই প্রধান অভিনেতা-অভিনেত্রীসহ পুরো শুটিং ইউনিট এক মাস থাইল্যান্ডে অবস্থান করবে।
প্রযোজক বিশেষ ভাট শুটিং প্রক্রিয়া নজরদারি করছেন, যাতে কোনো অঘটন ঘটতে না পারে এবং কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ হয়। সিনেমাটি মুক্তি পাবে ৩ এপ্রিল ২০২৬।
কেএন/টিএ