৬২ বছরে প্রসেনজিৎ: জন্মদিনে তাপস পালের স্মৃতিতে বুম্বাদা
মোজো ডেস্ক 07:11PM, Sep 30, 2025
তিনি এভারগ্রিন, তিনি-ই ‘ইন্ডাস্ট্রি’। আজ (৩০ সেপ্টেম্বর) জন্মদিন পালন করছেন টালিউডের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভক্তদের কাছে যিনি বুম্বাদা নামেই পরিচিত। ৬২ বছরে পা রেখেও তিনি এখনও সমান উজ্জ্বল, সমান কর্মব্যস্ত।
এই জন্মদিনে তিনি স্মরণ করেছেন এক বিশেষ সম্পর্কের কথা। গতকাল (২৯ সেপ্টেম্বর) ছিল প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ তাপস পালের জন্মদিন। ইন্ডাস্ট্রিতে প্রতিদ্বন্দ্বিতার গল্প বহুবার শোনা গেলেও বাস্তবে তারা ছিলেন একে অপরের অতি কাছের।
প্রসেনজিৎ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এক পুরোনো ছবি, যেখানে তাপস পাল স্নেহভরে ধরে রেখেছেন তার মুখ। ক্যাপশনে লিখেছেন— “অনেক বছর একসঙ্গে কেক কেটেছি… তোর ২৯ তারিখ, আমার ৩০… খুব মনে পড়ছে আজ তোকে, ভাল থাকিস রে।”
কর্মজীবনেও তিনি সমান ব্যস্ত। সম্প্রতি দেবী চৌধুরাণী সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে হাজির হয়েছেন তিনি। মাথায় লাল ফেট্টি, কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষমালা— এভাবেই দর্শক পাচ্ছেন বাংলার সিনেমার অন্যতম ভরসা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।