৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে : অর্থ উপদেষ্টা

গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

গতকাল মঙ্গলবার রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে। আগে যারা এতে যুক্ত ছিল না, তারাও এখন রয়েছে। এমনকি যারা চাঁদাবাজি করছে, তারা অনেকেই ব্যবসায়ী সংগঠনের সদস্য।’

তিনি আরো বলেন, “চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে। এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ না। আর অন্তর্বর্তী সরকার ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না’।”

অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।

পাচার হওয়া অর্থ ফেব্রুয়ারিতে ফেরার সম্ভাবনা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যেই ফেরত আসতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ।’

তিনি বলেন, ‘টাকা যারা পাচার করে, তারা খুবই কৌশলী। বিষয়টি খুব জটিল। অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে।

কিছু অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরার সম্ভাবনা আছে। বাকি অংশ ফেরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের প্রক্রিয়া কোনো সরকার এড়াতে পারবে না। এটা আন্তর্জাতিক প্রক্রিয়া, বাঁধাধরা নিয়মে চলতে হয়। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে। কিছু বিদেশি অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজও করা হয়েছে।’

পাচার হওয়া টাকার পরিমাণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে পারবেন।’

রূপপুর চালু ডিসেম্বরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে ডিসেম্বরে এমনটাই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমরা নভেম্বরেই চালুর জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে, ডিসেম্বরে চালু করবে। এরই মধ্যে কেন্দ্রের জ্বালানি এসে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কিছু সুপারিশ দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন চলছে।’

তিনি জানান, রূপপুর কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

‘মন্ত্রী হওয়ার ইচ্ছা নেই’

আগামী সরকারের মন্ত্রী হওয়ার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উপদেষ্টা হওয়ার আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। এখনো তারা আমার রুম রেখেছে, গাড়িও ফেরত নেয়নি।

ড্রাইভার মাঝেমধ্যে ফোন করে জানতে চায়, ‘স্যার, গাড়ি আনব?’ এটা আমার জন্য বড় স্বস্তির জায়গা।”

তিনি আরো বলেন, ‘আমি যেখানেই কাজ করেছি, সততার সঙ্গে করেছি। সব সরকারের সময়ই ভালো ভালো জায়গায় কাজ করেছি বার্ড, পিকেএসএফ, এনজিও ব্যুরো, শেষে গভর্নর হিসেবেও তিনটি সরকার পেয়েছি।’

খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে তিন পরিবারের একটি

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশে এখনো শিশু ও মায়েদের মধ্যে পুষ্টিহীনতার সমস্যা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি বলেন, ‘আমরা কিছুটা নিউট্রিশনের ঘাটতি কাটানোর চেষ্টা করছি। জেলেদের জন্য চাল বরাদ্দসহ বিশেষ ট্রাকে পণ্য সরবরাহ করা হচ্ছে। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এখনো সুষম নয়। চালের ওপর নির্ভরতা বেশি, আমিষ গ্রহণ কম। ডিমের মতো আমিষ এখনো অনেকে কিনতে পারছে না।’

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় বিএনপি নেতাসহ আটক ৬ Jan 09, 2026
img
যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল তালিকায় দুই বাংলাদেশি Jan 09, 2026
img
প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির Jan 09, 2026
img
ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে? Jan 09, 2026
img
আইসিসির মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার Jan 09, 2026
img
মাঠে বজ্রপাত, পরিত্যক্ত এসএ টি-টোয়েন্টির ম্যাচ Jan 09, 2026
img
‘আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী’ বলে ছাত্রশক্তির সদস্যসচিবের পদত্যাগ Jan 09, 2026
img
পাইপলাইনের লিকেজ না সারায় গ্যাসের তীব্র সংকট Jan 09, 2026
যে ৩টি কাজ কবরেও সঙ্গে সাথে | ইসলামিক জ্ঞান Jan 09, 2026
img
পিটিআই নেতাদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত পাকিস্তান সরকারের Jan 09, 2026
আতলেতিকোকে হারিয়ে ফাইনালে এল ক্ল্যাসিকোর মঞ্চে রিয়াল Jan 09, 2026
img
যৌথ অভিযানে ছিনতাই হওয়া ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার Jan 09, 2026
img

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অস্বাভাবিকভাবে বাড়িয়েছে জিয়াউল আহসান’ Jan 09, 2026
img
মাজারে হামলা মোটেও কাম্য নয়: প্রেস সচিব Jan 09, 2026
img
‘জুলাই আন্দোলনে শহিদ-আহতদের তালিকায় ২০ জানুয়ারির মধ্যে নতুনদের নাম যুক্ত করতে হবে’ Jan 09, 2026
img
সৃজনশীলতা আর বাস্তবতার সংমিশ্রণে এক অনন্য নাম ফারহান আখতার Jan 09, 2026
img
মধ্যবর্তী নির্বাচন নিয়ে ‘শঙ্কায়’ ট্রাম্প Jan 09, 2026
img
নিজের নাম নিজেই রেখেছিলেন আফসানা মিমি! Jan 09, 2026
img
ভারতে শুরু হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ‘ক্যাশলেস’ চিকিৎসা Jan 09, 2026
img
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্নাঘর, তদন্ত কমিটি গঠন Jan 09, 2026