যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে সরকারি চাকরি ছেড়েছেন দেড় লাখ কর্মী

যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে চাকরি ছাড়ছেন রেকর্ড ১ লাখ ৫৪ হাজারেরও বেশি সরকারি চাকরিজীবী। এই চাকরিজীবীদের সবাই বেসামরিক প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভাগ ও পরিষেবা খাতে কর্মরত। আজ মঙ্গলবার থেকে তাদের পদত্যাগপত্র জমা দেওয়া দিন শুরু হয়েছে।

আমাদের দেশে চাকরিক্ষেত্রে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ নামে যে শব্দটি প্রচলিত, যুক্তরাষ্ট্রে সেটিকে বলে ‘বাইআউট’, যার আক্ষরিক অর্থ হলো চাকরি কিনে নেওয়া। কর্মীদের কয়েক মাসের বেতন-ভাতা প্রদানের বিনিময়ে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার আহ্বান জানানোকে ‘বাইআউট’ বা ‘গোল্ডেন হ্যান্ডশেক’ বলা হয়। এই বাইআউট কর্মসূচির আওতায়তেই চাকরি ছাড়ছেন দেড় লক্ষাধিক কর্মী; যারা এই সেপ্টেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন।

যেসব কর্মী সরকারের বাইআউট প্রস্তাব গ্রহণ করেন নি, তাদেরকে বেতন-ভাতা ছাড়াই বরখাস্ত করা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ বিষয়ক দপ্তর অফিস অব পারসোনেল অ্যান্ড ম্যানেজমেন্ট।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর, স্বাস্থ্যসেবা খাত, মহাকাশ গবেষণা কেন্দ্র বা নাসার বিভিন্ন প্রকল্প, কৃষি ও কৃষি গবেষণা সংক্রান্ত প্রকল্প, খাদ্য নিরাপত্তা সমুদ্র গবেষণা বিভাগসহ বেসামরিক প্রশসানের বিভিন্ন খাতের হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন বাইআউট প্রস্তাব গ্রহণকারীদের তালিকায়।

২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। মাস্ক ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন যে দেশে সরকারি চাকরিজীবীদের সংখ্যা ‘প্রয়োজনের চেয়ে অনেক বেশি’ এবং এই সংখ্যা কমিয়ে আনলে সরকারের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

পরে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে মার্কিন প্রশাসন থেকে সরে যান মাস্ক, কিন্তু বাইআউটের সিদ্ধান্ত অপরিবর্তনীয় থাকে। মানবসম্পদ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩ লাখ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন।

অফিস অব পারসোনেল অ্যান্ড ম্যানেজমেন্টের মুখপাত্র ম্যাকলাউরিন পিনোভার জানিয়েচেন ৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে যুক্তরাষ্ট্রের বেসামরিক প্রশাসনের জনবল শতকরা ১২ দশমিক ৫ শতাংশ কমে যাবে। তবে এর ফলে একই সঙ্গে দেশটির কেন্দ্রীয় বা ফেডারেল সরকার ২ হাজার ৮০০ কোটি ডলার সাশ্রয় করতে সক্ষম হবে।

তবে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধীন প্রতিষ্ঠান ফোর্ড স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক ডন ময়নিহান সরকারের এই অর্থ সাশ্রয়ের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন না। তার মতে, সরকারের এই বাইআউট পদক্ষেপ অব্যাহত থাকলে এক সময় দেশের বেসামরিক প্রশাসন ‘মেধাশূন্য’ হয়ে যাবে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ময়নিহান বলেন, “যেসব কর্মকর্তা-কর্মচারী-গবেষকদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগই বছরের পর বছর ধরে কাজ করার ফলে নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও বিশেষায়িত জ্ঞান (স্পেশালাইজেশন) অর্জন করেছিলেন। তাদের বিদায়ের ফলে যে মেধাশূন্যতার পরিস্থিতি সৃষ্টি হবে, সেই ঘাটতি সহজে পূরণ হবে না। একজন দক্ষ ও বিশেষায়িত জ্ঞানসম্পন্ন কর্মী তৈরি করতে অনেক সময় লাগে।”

সূত্র : রয়টার্স

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

সেনকাকু দ্বীপপুঞ্জে টহল ও ড্রোন নজরদারি, নতুন উত্তেজনায় চীন-জাপান-তাইওয়ান Nov 17, 2025
পিরোজপুরে এবার সবচেয়ে বড় ইয়াবা চালান জব্দ Nov 17, 2025
প্রাথমিকের ডিজির ক্ষমতা ফিল্ড মার্শালের চেয়েও বেশি: গোলাম মাওলা রনি Nov 17, 2025
ভয়াবহ খরা মোকাবেলায় আকাশে ‘মেঘ বীজ’ বপনে তৎপর ইরান Nov 17, 2025
‘শাটডাউন’ ঘিরে রাজধানীর স্কুলগুলোতে নিরাপত্তা উদ্বেগ Nov 17, 2025
'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে' Nov 17, 2025
কুমিল্লায় নেচে-গেয়ে খন্দকার মোশারফের নেতৃত্বে বিএনপির মিছিল Nov 17, 2025
আল্লাহ'র তরফ থেকে গজবের কারণে আমার বোন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছে: কাদের সিদ্দিকী Nov 17, 2025
বিতর্কিত ভিডিও প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিলেন মিথিলা Nov 17, 2025
img
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ Nov 17, 2025
img
বিবাহবিচ্ছিন্ন পুরুষকে মেয়েরা মানে, নারীর ক্ষেত্রে উল্টো: অনুরাধা Nov 17, 2025
img
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘ব্ল্যাক প্যান্থার’-এর তৃতীয় কিস্তি আসছে Nov 17, 2025
img
সিলেটে মধ্যরাতে গাড়ি মেরামতের দোকানে আগুন Nov 17, 2025
img
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব Nov 17, 2025
img
ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার জনক একজনই: সোহেল তাজ Nov 17, 2025
img
বংশালে জুতার কারখানায় আগুন, ঢামেক বার্নে ভর্তি দগ্ধ ৩ শ্রমিক Nov 17, 2025
img
মেয়ের জন্য সব কৃতিত্ব স্ত্রীকেই দেন অভিষেক Nov 17, 2025
img
তিতুমীর কলেজ ও আমতলীতে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন Nov 17, 2025
img
কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন Nov 17, 2025
img
শেখ হাসিনার মামলার রায়, ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা Nov 17, 2025