বৃহস্পতিবার ছয় আসনে ইভিএমে অনুশীলনমূলক ভোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক (মক) ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার।

ভোটারদের প্রশিক্ষিণ দিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছয়টি আসনের সব কেন্দ্রে একযোগে অনুশীলন কার্যক্রম চলবে।

ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেনস বিভাগের অফিসার ইনচার্জ এস এম মাহমুদ আরাফাত জানান, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ছয়টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোটারদের ইভিএমের মাধ্যমে ভোট দিতে উৎসাহ দিতে এবং প্রশিক্ষণ দিতে নির্বাচন কমিশন নানাবিধ প্রচার ও প্রদর্শনীর আয়োজন করেছে। তারই ধারাবাহিকতা বৃহস্পতিবার প্রতিটি ভোট কেন্দ্রে অনুশীলনমূলক ভোটের আয়োজন করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য আসন ছয়টি হলো ঢাকা-৫, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২। এই ছয় আসনে মোট ৮৪৫টি কেন্দ্রে ভোটার প্রায় ২১ লাখ ২৪ হাজার ৪১১ জন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ