ফেসবুকে চিঠি প্রকাশ করলেন জুলকারনাইন

ছবি অপসারণের ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতির চিঠি

বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে। তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন।

আজ বুধবার নিজের ভেরিফায়েয়েড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এ তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেন। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এখনও চিঠিটি পেয়েছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি সায়ের।

বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্ত না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না?

তিনি বলেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি।

স্বাধীনতার পর হতে অদ্যবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে।
৫ আগস্ট থেকে ৮ আগস্ট ২০২৪ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রমও প্রনিধানযোগ্য।

পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন? ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো।

জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, এতে রাষ্ট্রপতির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক।

আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেতো, এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো।

এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব‍্যাপী আমার সম্মান চুলষ্ঠিত হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত।

চিঠির শেষে এবিষয়ে কোনো অনুযোগ নেই, আর্তনাদ আছে বলে জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ড. ইউনূসকে বিধ্বস্ত-ক্লান্ত লেগেছে, তার থামা প্রয়োজন : গোলাম মাওলা রনি Oct 01, 2025
তামিমসহ ১৫ ক্লাবের প্রার্থিতা প্রত্যাহার, বিসিবি নির্বাচনে অস্থিরতা Oct 01, 2025
ওয়াশিংটন ক্ষমতায় থাকেননি, ড. ইউনূস কীভাবে ৫০ বছর থাকার কথা বলেন? Oct 01, 2025
মার্কিন হামলার আশঙ্কা, পালটা পদক্ষেপের জন্য প্রস্তুত মাদুরো Oct 01, 2025
ইসরায়েলের ‘ডুবিয়ে দেওয়ার’ হুমকির মধ্যে গাজা অভিমুখে ফ্লোটিলা Oct 01, 2025
উপদেষ্টাদের আ.লীগ নেতৃত্ব গ্রহণের আহ্বান জানালেন রাশেদ খান Oct 01, 2025
হতাশার মুহূর্তে যীশুর পাশে অমিতাভ বচ্চন! Oct 01, 2025
ভাবনার মতে হারের ভেতর লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা Oct 01, 2025
নোংরামির সঙ্গে থাকব না, বাংলাদেশ ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে গেল: তামিম Oct 01, 2025
img
জুবিন গার্গ আমাকে ফেমাস করেছেন : অনন্ত জলিল Oct 01, 2025
img
মার্শের ঝড়ে নিউজিল্যান্ডকে থমকে দিল অস্ট্রেলিয়া Oct 01, 2025
img
সাতক্ষীরায় বন্ধ হলো ইন্ডিয়ান ভিসা সেন্টার Oct 01, 2025
img
মাদকসহ বিমানবন্দরে আটক অভিনেতা Oct 01, 2025
img
বাংলাদেশের পুলিশ হবে লন্ডনের পুলিশের মতো : এসএমপি কমিশনার Oct 01, 2025
img
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি নতুন ঠিকানায় স্থানান্তরিত Oct 01, 2025
img
বিলিয়নেয়ার ক্লাবে শাহরুখ খান, বর্তমান বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা Oct 01, 2025
img
দুর্গাপূজার মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে গেল ২ ট্রাক ইলিশ Oct 01, 2025
img
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতা জোবায়ের Oct 01, 2025
img
প্রতিমা বিসর্জনে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার Oct 01, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তামিমের ব্যাখ্যা Oct 01, 2025