পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারি ডিপ্লোমেটিক এনক্লেভে নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার থেকে হাইকমিশনের কনস্যুলার সেবাসহ নির্ধারিত সব পরিষেবা দেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদের চ্যান্সারির নতুন ঠিকানা : বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, ব্লক-১৫, রাস্তা নং-৩৩, ডিপ্লোম্যাটিক এনক্লেভ, ইসলামাবাদ-৪৪০০০, ফোন নং- ০৫১-২২৭৯২৬৭, ফ্যাক্স : ০৫১-২২৭৯২৬৬, ই-মেইল : mission.islamabad@mofa.gov.bd। #
ইউটি/টিএ