গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশও। টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামীকাল ২ অক্টোবর। মাঠের লড়াইয়ে নামার আগেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান গত রোববার মাইনর স্ট্রোক করেন।
গত দুই দিনে অনেকটাই উন্নতি হয়েছে সারোয়ার ইমরানের। আজ তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। শ্রীলঙ্কায় আছি আমরা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই।'
মূলত রোববার অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ।