সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটাই রাজনৈতিক। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা হয়।
বুধবার (১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শারমিন এস মুরশিদ বলেন, এই সরকার একটি জিনিস অর্জন করতে চায়, আমাদের উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোনো মানুষের সংস্কৃতি, ঐতিহ্য বা সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোনো অন্তরায় যেন না হয়। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করে না। কিন্তু এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।
তিনি আরো বলেন, পূজা নির্বিঘ্নে করতে তার মন্ত্রণালয়ের ১ লাখ ৭৬ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত পূজামণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর রাখছেন।
আইকে/টিএ