চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। আর এই ম্যাচে বল হাতে জোড়া উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছে পেসার মারুফা আক্তার। ম্যাচ শেষে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মায়ের দোয়াকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে মারুফা আক্তার বলেন, আমার মাকে ভিডিও কল দিয়েছিলাম। তিনি ম্যাচের আগে সূরা পড়েন সবসময় এবং আমার জন্য দোয়া করেন। বাবাকে ভিডিও কল দিতে পারিনি, উনি বাটন ফোন ব্যবহার করেন। বাটন ফোনে ভিডিও কল করা যায় না (হাসি)।
এদিন ম্যাচের প্রথম ওভারেই জোড়া উইকেট শিকার করেন মারুফা। তার দারুণ দুই লেট ইনসুইঙ্গারে পরাস্ত হন ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিন। সেই ধাক্কার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান। গুঁটিয়ে গেছে মাত্র ১২৯ রানেই।
ম্যাচটা সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ। দারুণ জয়ে বিশ্বকাপের আসর শুরু করলো বাঘিনীরা। ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের ২য় স্থানে রয়েছে বাংলাদেশ।
নিজের বোলিং নিয়ে মারুফা বলেন, আসলে শুরুতে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। (নিগার সুলতানা) জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।
দলের চাপ নিয়ে তিনি বলেন, সবাই আমাকে অনেক সাপোর্ট করে। যদি বাউন্ডারি হয়ে যায় তখনও সবাই আমাকে সাপোর্ট করে যায়। আমি অনেক এক্সাইটেড এবার। আমার জীবনের প্রথম বিশ্বকাপ। দুই মাস আগ থেকেই না ঘুমিয়ে বিশ্বকাপের কথা ভাবছিলাম, কীভাবে এখানে অনেক ভালো করতে পারি, ম্যাচ উইনার হতে পারি।
এবি/এসএন