মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুছা আর নেই। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ মোহাম্মদ মুছা ছিলেন মনিরামপুরে বিএনপির অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়াও তিনি উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশির দশকে তিনি উপজেলা চেয়ারম্যান এবং একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছেন তিনি। মোহাম্মদ মুছার মৃত্যুতে মনিরামপুরসহ যশোরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, ‘মুছা ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী কান্ডারি হারালাম।
পরিবারসূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ শনিবার (৪ অক্টোবর) জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় জানাজা রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় চালুয়াহাটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।
এসএস/টিএ