ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৪ অক্টোবর) রাতে ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, একটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। গোল করার পরপরই পায়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। ম্যাচ শেষে জানা যায়, অ্যাঙ্কেলের চোটে ভুগছেন তিনি।
ম্যাচের ৮১ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দলের হয়ে ক্যারিয়ারে সর্বোচ্চ টানা ৯ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন এই ফরাসি তারকা।
তবে তার মিনিট দুয়েক পরই চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ শাবি আলোন্সো জানালেন, কিছুটা অস্বস্তি আছে এমবাপ্পের।
‘আমি এটা (এমবাপ্পে ফ্রান্স দলে যোগ দেবে না) বলতে পারি না। এই মুহূর্তে কিছুটা অস্বস্তি বোধ করছে সে। জাতীয় দলের চিকিৎসকরা তা মূল্যায়ন করবেন। আমরা আশা করি, এটা গুরুতর কিছু নয়। কিন্তু এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
এবারের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী শুক্রবার (১০ অক্টোবর) তারা মুখোমুখি হবে আজারবাইজানের। তার ৩ দিন পর তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স।
চলতি মৌসুমে ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন এমবাপ্পে। এতেই বোঝা যায় চলতি মৌসুমে কতটা ছন্দে আছেন তিনি। ঠিক এই মুহূর্তে এমবাপ্পে মাঠের বাইরে ছিটকে গেলে সেটি হবে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের জন্য বড় ধাক্কা।
শাভি আলোনসো আরও বলেন, ‘কিলিয়ানের গোড়ালির সমস্যা ছিল এবং ফ্রাঙ্কোর (মাস্তানতুয়োনো) উরুতে টান রয়েছে। আমরা জাতীয় দলে তাদের অগ্রগতি অব্যাহত রাখবো। আমরা বলতে পারছি না যে (এমবাপ্পে) ফ্রান্সের সাথে যাবে কিনা। যদি পরিস্থিতি জটিল হয়, তাহলে সে খেলতে পারবে না, তবে এখন আমরা কিছু বলতে পারছি না।’
রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী ১৯ অক্টোবর, লা লিগায় গেতাফের বিপক্ষে। ৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেরা বার্সেলোনার পয়েন্ট ১৯, তারা আছে টেবিলের দুইয়ে। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ভিয়ারিয়াল।
এবি/টিকে