সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এনসিপি প্রধান নাহিদ ইসলাম দাবি করেন, তারা জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলেন যেন ছাত্রদের কাঁধে সরাসরি দায়িত্ব না পড়ে। তবে সময়ের সঙ্গে কিছু উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতা সেই আস্থার জবাব দেননি। বরং কেউ কেউ নিজেদের স্বার্থে আখের গুছিয়েছেন এবং ছাত্র নেতৃত্বকে পাশ কাটিয়ে সেইফ এক্সিটের পথ খুঁজেছেন। নাহিদ ইসলাম জানান, সময় হলে এই ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে।
রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান প্রশ্ন তোলেন, কোন কোন উপদেষ্টার দ্বারা আখের গুছিয়ে নেওয়া হয়েছে? রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করা হয়েছে কার দ্বারা? এবং বিপ্লব বা সরকার পরিবর্তনের নামে যেসব গোপন চেষ্টা হয়েছিল, সেগুলোর নেপথ্যে কারা ছিলেন, তা জানানো হবে কি না। নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, নাহিদ ইসলাম যেহেতু একজন দায়িত্বশীল দলের প্রধান এবং নিজেও অনেক সময় সংযত ও যুক্তিসঙ্গত আচরণ করেন, তাই তার বলা কথাগুলো যেন শুধু ভাইরাল চটক না হয়। যদি সত্যিই কেউ আখের গুছিয়ে থাকেন, কেউ বিশ্বাসঘাতকতা করে থাকেন, তাহলে নাহিদ ইসলামের উচিত সেই তথ্য প্রকাশ করা।
না হলে এমন অভিযোগ শুধু বিভ্রান্তি ও সন্দেহ তৈরি করবে। এ কথাগুলোর উত্তর জানা গোটা জাতির জন্য গুরুত্বপূর্ণ।
এবি/টিকে