নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামের নৌ বাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন সাব্বির মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ৭ অক্টোবর তার সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর নৌপরিবহন অধিদপ্তরে বিশ্ব নৌ দিবসের এক অনুষ্ঠানে নৌ উপদেষ্টার উপস্থিতিতে তোলা একটি গ্রুপ ছবি নিয়ে ক্যাপ্টেন সাব্বির মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফোরামে নেতিবাচক আলোচনা শুরু করেন।
তিনি সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি গণমাধ্যমের কিছু ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে প্রভাবিত করে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের পর্যায়ে পড়ে। বিধি ১২(১) অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব এস এম মুনীর উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটি ছবিকে কেন্দ্র করে নেতিবাচক মন্তব্যসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইকে/টিকে