যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের ধারাবাহিকতায় শিকাগোর মেয়র ও ইলিনয়ের গভর্নরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘শিকাগোর মেয়রকে কারাগারে পাঠানো উচিত—তিনি আইসিই কর্মকর্তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন! গভর্নর প্রিৎসকারকেও!’
তিনি ইলিনয়ের ডেমোক্র্যাটিক নেতাদের উদ্দেশ্য করেই এ মন্তব্য করেন, যারা ট্রাম্পের নির্দেশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের আগ্রাসী অভিযানের বিরোধিতা করছেন।
ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে অভিবাসীবিরোধী অভিযান পরিচালনা করছে, যেখানে প্রায়ই মুখোশধারী বা সাদা পোশাকধারী এজেন্টরা অংশ নিচ্ছেন।
এই কঠোর দমননীতি ট্রাম্পের গত বছরের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ, যেখানে তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিদেশি অপরাধীদের আক্রমণের শিকার’ বলে অভিহিত করেছিলেন।
একই সঙ্গে, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে সামরিক বাহিনীর সহায়তায় একটি সমান্তরাল ‘অপরাধবিরোধী অভিযান’ চালানো হচ্ছে।
সমালোচকরা এ পদক্ষেপকে ট্রাম্পের কর্তৃত্ববাদী ক্ষমতা জোরদারের প্রচেষ্টা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির কৌশল হিসেবে দেখছেন।
শিকাগোতে এর বিরুদ্ধে বিশেষভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে—টেক্সাস থেকে পাঠানো ২০০ ন্যাশনাল গার্ড সদস্য মঙ্গলবার রাতে পৌঁছেছে, যা স্থানীয় প্রশাসনের ইচ্ছার পরিপন্থী।
শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ঘোষণা করেছেন, শহরের কিছু স্থানকে ‘আইসিই-ফ্রি জোন’ ঘোষণা করা হবে, যেখানে ফেডারেল কর্তৃপক্ষের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
তিনি রিপাবলিকানদের অভিযুক্ত করে বলেন, ‘তারা গৃহযুদ্ধের পুনরাবৃত্তি চায়।’
ইলিনয়ের গভর্নর জে বি প্রিৎসকার, যিনি ২০২৮ সালের সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, ট্রাম্পের অন্যতম কড়া সমালোচক।
তিনি দাবি করেছেন, শিকাগোতে আইসিইর কর্মকাণ্ডের বৈধতা তদন্ত করা উচিত এবং ট্রাম্প ‘রাজনৈতিক শত্রুদের শাস্তি দিতে চাচ্ছেন।’
এরই মধ্যে ওরেগনের এক ফেডারেল বিচারক পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ট্রাম্পের প্রচেষ্টা অবৈধ ঘোষণা করে মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র হলো ‘সংবিধানের শাসনে পরিচালিত দেশ, সামরিক আইনের নয়।’
তবে ট্রাম্প হুমকি দিয়েছেন, আদালত বা স্থানীয় প্রশাসন বাধা দিলে তিনি ‘বিদ্রোহ দমন আইন’ প্রয়োগ করে সারা দেশে সেনা মোতায়েন করতে পারেন।
আইকে/টিকে