ফেনীতে ২৩ বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ মালাকার (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিশ্বজিৎ মালাকার ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডের সুনীল চন্দ্র মালাকারের ছেলে। মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহিপুর বনানীপাড়া এলাকার মাতৃ ডিপার্টমেন্ট স্টোরে অভিযান চালায়। অভিযানে উক্ত দোকানের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় বিলাতি সিগনেচার মদ জব্দ করে।
এ সময় দোকানের মালিক বিশ্বজিৎ মালাকারকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদি হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) ফেনী মডেল থানায় একটি মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান জানান, আটককৃত বিশ্বজিৎ মালাকারকে ফেনীর আদালতে পাঠানো হয়েছে।
এমকে/এসএন