২০২৩ সালের পর থেকে চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এডার মিলিটাওকে। এমনকি প্রথমবার ফেরার পর দ্বিতীয় দফায় আবারো বড় চোট পান তিনি। সেই সময়ে বেশ হতাশ ছিলেন এই ব্রাজিলিয়ান। এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
সেই সময়ে চোটের কারণে চারশ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তাতে রিয়ালের ৯৪টি ম্যাচ মিস করেছেন এই ডিফেন্ডার। মূলত এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে পড়েছিলেন তিনি। ২০২৩ সালের অগাস্টে প্রথমবার তিনি চোট পান বাঁ হাঁটুতে। পরের বছরের নভেম্বরে আবার চোটে পড়েন। এবার চোট পান ডান হাঁটুতে। এরপর গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারো মাঠে ফেরেন তিনি।
এবার প্রায় এক বছর পর ব্রাজিল দলেও ফিরেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। এই ম্যাচের আগে শুনিয়েছেন নিজের ফেরার লড়াইয়ের গল্প। তিনি বলেন, 'দ্বিতীয়বার চোটের পর আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। আমি ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ সবকিছু সহজ ছিল না। তবে আমার স্ত্রী, আমার মেয়ে ও আমার সতীর্থদের সহায়তায় আজ আমি এখানে এসেছি ভালো খেলার জন্য।'
'(চোটের ধাক্কা) সামলানো সহজ নয়। পরিবারের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে খুব সংযুক্ত থাকতে হয়... হঠাৎ করে বাড়িতে (সাধারণ সব কাজে) সাহায্যের জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, চোট থেকে সেরে উঠেছি এবং শীর্ষ স্তরে ফিরে এসেছি, যা সহজ নয়।'
এসএস/এসএন