মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বুধবার জানিয়েছে, তারা স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। ওই কর্মী একজন চীনা নাগরিকের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক গোপন করেছিলেন।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে একজন ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করেছে। যিনি স্বীকার করেছেন, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত একজন চীনা নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন।
বিভাগটি জানিয়েছে, ওই কর্মকর্তা ক্যামেরার সামনে স্বীকার করেছেন, চীনা নারীটি ‘গোয়েন্দা হতে পারেন,’ তবে কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ পাওয়া যায়নি। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা আরো বলেছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’ চীনা কমিউনিস্ট পার্টি দেশটির ব্যবসা, শিক্ষা ও সামাজিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, যেখানে অনেক সাধারণ চীনা নাগরিক আদর্শের চেয়ে বাস্তব কারণে পার্টির সঙ্গে সম্পর্ক রাখেন।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের অধীনে নেওয়া প্রথম বরখাস্তের ঘটনা, যেখানে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, সব সরকারি কর্মচারীকে ‘প্রেসিডেন্টের নীতিমালা সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।’
পিগট বলেন, ‘আমরা জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার মতো কোনো কর্মকাণ্ডে জড়িত কর্মচারীর ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখব।’ এ বছর শুরুর দিকে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, চীনে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের স্থানীয় নাগরিকদের সঙ্গে রোমান্টিক সম্পর্ক স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হবে, যা অনেকের কাছে স্নায়ুযুদ্ধ যুগের কৌশলের কথা মনে করিয়ে দেয়।
এসএস/এসএন