চেয়েছি শাকিব খানের সাথেই অভিষেক হোক, তাই কলকাতার সিনেমা ছেড়েছি
মোজো ডেস্ক 04:40PM, Oct 09, 2025
গণমাধ্যমে খবর ছড়িয়েছে- ‘কলকাতার সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা’। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এবার গণমাধ্যমের সঙ্গে আলাপে অভিনেত্রী জানান, বাংলাদেশের ‘সোলজার’ সিনেমার জন্যই তাকে ছেড়ে দিতে হয়েছে কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি।
তানজিন তিশা বলেন, “দুটো সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তাছাড়া আমি চেয়েছি, বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আর চাইছিলাম, শাকিব খানের মতো একজন তারকার বিপরীতে কাজ শুরু করতে। এটা ঠিক যে, ভিসা নিয়ে কিছু জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ ও ‘ভালোবাসার মরশুম’-এর শুটিংয়ের সময় এক হয়ে যাওয়ায় পরে আমি আর ভিসা পাওয়ার চেষ্টা করিনি। কারণ আমি বাংলাদেশের মেয়ে—আমার কাছে আগে বাংলাদেশ।"
তিশা আরও বলেন, কিছু খবরের শিরোনাম দেখে সত্যিই অবাক হয়েছি।
উল্লেখ্য, ইতিমধ্যেই ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এতদিন অন্যান্য শিল্পীর সঙ্গে শুটিং করলেও ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে দৃশ্যধারণে অংশ নেবেন তিনি। এভাবেই শুরু হচ্ছে শাকিব-তিশা জুটির যাত্রা।
শাকিব খান ও তানজিন তিশা অভিনীত ‘সোলজার’ সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। দেশপ্রেমের ভিন্ন এক গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি।