দায় শুধু আমার নয়, দলেরও আছে : কাবরেরা

আবারও শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন লাল-সবুজ দলের জন্য এখন প্রায় মৃতপ্রায়। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হেরে মূল্যবান পয়েন্ট হারিয়েছে হাভিয়ের কাবরেরার দল।

এই পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল বাংলাদেশ। ম্যাচের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ,ম্যাচের মাত্র ১৩ মিনিটেই দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় স্বাগতিকরা এবং একটা সময় ১-৩ গোলে পিছিয়ে পড়ে।

নাটকীয় মোড় আসে বদলি খেলোয়াড়দের হাত ধরে। অধিনায়ক জামাল ভূঁইয়া, শমিত সোম ও ফাহমেদুল ইসলাম বদলি হিসেবে মাঠে নামার পর দলের খেলায় ছন্দ ফেরে। শেখ মোরছালিন ও শমিত সোম দ্রুত পরপর দুটি গোল করে স্কোরলাইন ৩-৩-এ সমতা আনেন। তবে রেফারির শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে গোল হজম করে বাংলাদেশ পরাজয়ের মুখ দেখে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের এই পরাজয় এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে না রাখা নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অতীতের মতো এবারও সমালোচনার মুখে নিজেকে নির্বিকার রেখেছেন কোচ। বিশেষ করে শমিত সোম ও জায়ান আহমেদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের শুরুর একাদশে না রাখা ছিল আলোচনায়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন,‘আমি সব দায় নিচ্ছি, পুরো টিমও নিচ্ছে। সবচেয়ে বেশি দায় আমারই।’ এশিয়ান বাছাইয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন মাত্র এক পয়েন্ট—ভারতের সঙ্গে ড্র। বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সত্ত্বেও কোচ আশা ছাড়ছেন না। তার সমস্ত মনোযোগ এখন ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচের দিকে।

বাংলাদেশের কোচ বলেন,‘এখন আমাদের মনোযোগ পরবর্তী ম্যাচে দিতে হবে। আমাদের এখনো সুযোগ আছে। যদি আমরা সেটা জিততে পারি, তাহলে আবারও আমরা গ্রুপের শীর্ষে তিনের মধ্যে চলে আসব।’

হারের কারণ হিসেবে যোগ করা সময়ে রক্ষণদেয়াল ভেঙে গোল হজম করাকেই প্রধান মনে করছেন অনেকে। কাবরেরা অবশ্য কেবল ডিফেন্ডারদের দোষ দিতে নারাজ। তিনি বলেন,‘আমার কাছে এটা শুধুই ডিফেন্ডারদের দোষ নয়। কারণ, গোলের পরিস্থিতিগুলো শুধুই ডিফেন্ডারদের ওপর নির্ভর করছিল না।’

তবে শুরু থেকেই কোচের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। মাঝমাঠে দুই সোহেল রানার সঙ্গে কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা শমিত সোমকে বেঞ্চে রাখা এবং দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে শুরুতে নাম না করানো নিয়ে সমালোচনা ছিল। এর ব্যাখ্যায় কাবরেরা বলেন,‘শমিত প্রায় দুই মাস ইনজুরিতে ছিল। তাই আমরা আগেই আলোচনা করেছিলাম, ওকে যেন দ্বিতীয় ম্যাচে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় নামানো যায়...। আর হংকংয়ের এভারটন ক্লান্ত হয়ে পড়লে দ্বিতীয়ার্ধে জায়ানকে নামাব, সেটাই ভেবে রাখি। প্রথমার্ধে এভারটনকে ভালোভাবে সামলেছে সাদ।’

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়া উচিত: ট্রাম্প Oct 10, 2025
img
অভিশংসনে ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট Oct 10, 2025
img
শান্তিতে নোবেল পেলেন ভেনিজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো Oct 10, 2025
img
চার দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে ইসলামী শ্রমিক আন্দোলন Oct 10, 2025
রেকর্ড দুই দলের ব্যাটারদের, ধরাশায়ী ভারত Oct 10, 2025
আরাফাত রহমান কোকোর স্মরণে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট! Oct 10, 2025
অতীত ভুলে সামনের দিকে এগোতে চাহালের স্পষ্ট বা Oct 10, 2025
বন্ধ করে দেয়া হলো 'কেক পট্টি', অবৈধ ছিলো দোকানগুলো Oct 10, 2025
img
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী Oct 10, 2025
img
শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত Oct 10, 2025
img
বড় ঘোষণা দিলেন জয়শঙ্কর Oct 10, 2025
img
শুরুর একাদশে খেলতে আগ্রহী জামাল, সঙ্গে শমিত-জায়ান Oct 10, 2025
img
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে : দুদু Oct 10, 2025
img
জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি বাড়লো ২০৪ মিলিয়ন ডলার Oct 10, 2025
img
আর নেই সালমানের সহ-অভিনেতা Oct 10, 2025
img
মাঠের নীরবতা নিয়ে ইংলিশ সমর্থকদের ওপর চটেছেন টুখেল Oct 10, 2025
img
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল Oct 10, 2025
img
সাভারে কোটি টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ১ Oct 10, 2025
img

নোবেল শান্তি পুরস্কার

নাম ঘোষণার আগমুহূর্তে ট্রাম্পের পক্ষে রাশিয়ার অবস্থান স্পষ্ট! Oct 10, 2025
img
জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী Oct 10, 2025