১০০ রানে হারের কারণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক

জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর টানা দ্বিতীয় হার দেখল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলেও, গতকাল (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। কিউই মেয়েদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়ায় তারা ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে। স্বাভাবিকভাবেই তাই এমন বিপর্যস্ত পারফরম্যান্সের দায় ব্যাটারদের ওপর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে তিনি বলেন, ‘আমরা শেষ ম্যাচে ভালো যা কিছু করেছি, একই কাজ এই ম্যাচেও করতে চেয়েছি। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধারাবাহিক নই। যখন ২০০ রানের বেশি তাড়া করছেন, অবশ্যই টপ অর্ডারদের ভালো করতে হবে, নইলে লক্ষ্যে পৌঁছা কঠিন। প্রথম ইনিংসে আমরা ভালো বল করেছি। তবে মারুফার (আক্তার) কাছ থেকে যেমনটা আশা করেছি, আজ তা পাইনি। অন্য বোলাররা দারুণ বল করেছে।’

যথারীতি এই ম্যাচেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। তাদের প্রশংসা করার পাশাপাশি সোফি ডিভাইন এবং ব্রুক হ্যালিডের জুটি দ্রুত ভাঙতে না পারায় আক্ষেপ ঝরেছে জ্যোতির কণ্ঠে। এই দুজন মিলে গড়েন ১১২ রানের জুটি। জ্যোতি বলেন, ‘স্পিনাররা তাদের কাজ ঠিকঠাক করেছে। ৩০ ওভার পর্যন্ত আমরা ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছি, কিন্তু এরপর তারা শট খেলেছে এবং আমরা বাউন্ডারি দিয়েছি বেশি। (ডিভাইন-হ্যালিডের জুটি ভাঙতে) বোলারদের সঠিক জায়গায় বল ফেলার পরিকল্পনা ছিল, যাতে তারা খুব একটা শট খেলার সুযোগ না পায়। বোলাররা তা বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। তবে তারাও (নিউজিল্যান্ড) অভিজ্ঞ। সেটিকে কাজে লাগিয়ে সহজেই খেলেছে।’



হারের পর অবশ্য যথারীতি শিক্ষা নেওয়ার কথাই ফের অনুধাবন করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখান থেকে আমাদের অবশ্যই অনেক কিছু শেখার আছে। দেখেছি দলীয় রান ভালো জায়গায় নেওয়ার ক্ষেত্রে লোয়ার মিডল অর্ডার গুরুত্বপূর্ণ। এখান থেকে শিখে আমাদেরও মিডল ও তার নিচের ব্যাটারদের প্রয়োজনীয়তা অনুসারে খেলতে হবে। আইসিসি ইভেন্টে আমাদের সেরা পারফর্ম করতে হবে। অন্যথায় তাদের বিপক্ষে আমরা লড়তে পারব না। আমাদের অভিজ্ঞতারও কমতি আছে।’

টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার সমীকরণ মেলাতে বাংলাদেশের এখনও ৪ ম্যাচ বাকি। তার জন্য অবশ্য ব্যাটারদের ধারাবাহিক হওয়ারই বারবার তাগিদ দিচ্ছেন জ্যোতি, ‘আমাদের স্বাভাবিক খেলাই প্রয়োজন, কিন্তু আমরা সেটিকে নিজেদের পুঁজি বানাতে পারিনি। টুর্নামেন্টে নিজেদের উন্নতি বলতে বোলারদের পারফরম্যান্স বেশ দারুণ। তারা দলের জন্য নিজেদের কাজটা করছে। আশা করি সামনেও তারা সেটি ধরে রাখবে। ব্যাটিং ইউনিটকে (নিজেদের ভুল) শোধরাতে হবে এবং আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গোপন প্রেমে আবু ত্বহা আদনান, স্ত্রীর প্রতিক্রিয়া Oct 11, 2025
img
পবিত্র মক্কায় আবেগঘন ফারহান Oct 11, 2025
img
ষড়যন্ত্রকারীরা এখনো দেশে-বিদেশে তৎপর : দুদু Oct 11, 2025
img
ইয়ামালকে ‘১৮ বছরের শিশু’ বললেন এমবাপে Oct 11, 2025
img
মেক্সিকোতে বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ২৮ জনের Oct 11, 2025
img
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় জেলের ১৭ দিনের কারাদণ্ড Oct 11, 2025
img
কথাসাহিত্যিক মঞ্জুরুল ইসলামকে শিক্ষার্থী ও সহকর্মীদের শেষ শ্রদ্ধা Oct 11, 2025
img
আমার প্রতি সম্মান জানিয়ে মারিয়া নোবেল পুরস্কার গ্রহণ করেছেন: ট্রাম্প Oct 11, 2025
img
নির্বাচন ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতি জরুরি: হামিদুর আযাদ Oct 11, 2025
img
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে নোবেল ইনস্টিটিউট Oct 11, 2025
img
দীপিকা পাড়ুকোন ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত Oct 11, 2025
img
যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের Oct 11, 2025
img
মেহেরপুরে প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ Oct 11, 2025
img
প্রশংসিত জিয়াউল হক পলাশ! Oct 11, 2025
img
মেহেরপুরে প্রণোদনার বীজ বিতরণে দুর্নীতির অভিযোগ Oct 11, 2025
img
অনুপ্রবেশের কারণে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে : অমিত শাহ Oct 11, 2025
img
বাংলাদেশে আসা এলপিজি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র Oct 11, 2025
img
মোমেন্টাম ধরে রেখে টানা ২য় শিরোপা জিততে চান আকবর Oct 11, 2025
img
পঞ্চগড়ে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সারজিসের লংমার্চ Oct 11, 2025
img
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ Oct 11, 2025