প্রায় ছয় বছর পর চেলসিতে ফিরছেন বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিতব্য চেলসি লেজেন্ডস বনাম লিভারপুল লেজেন্ডস ম্যাচে অংশ নেবেন ৩৪ বছর বয়সী এই সাবেক ব্লুজ তারকা।
২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়া হ্যাজার্ড এবার ফিরছেন প্রিয় ক্লাবের জার্সি গায়ে চ্যারিটি ম্যাচে। এই ম্যাচ থেকে প্রাপ্ত সমস্ত আয় দান করা হবে চেলসি এফসি ফাউন্ডেশন ও চেলসি প্লেয়ারস ট্রাস্টকে।
মাঠে হ্যাজার্ডের সঙ্গে থাকবেন তার প্রাক্তন সতীর্থরা জন টেরি, পেট্র চেক, দিয়েগো কস্তা, রামিরেস ও জন মিকেল ওবি। এছাড়াও কিংবদন্তি খেলোয়াড় জিয়ানফ্রাঙ্কো জোলা, ক্লড মাকেলেলে ও মার্সেল দেসাইলিও থাকবেন এই বিশেষ ম্যাচে।
চেলসিতে সাত বছর কাটিয়ে ক্লাবের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগসহ একাধিক ট্রফি জেতেন তিনি। তার শেষ ম্যাচ ছিল ২০১৯ সালের ইউরোপা লিগ ফাইনাল, যেখানে আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় চেলসি। ঐ ম্যাচে জোড়া গোল করেন হ্যাজার্ড, এরপরই ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে যোগ দেন রিয়াল মাদ্রিদে।
তবে স্প্যানিশ ক্লাবে তার সময়টা ছিল হতাশাজনক। চোট আর ফিটনেস সমস্যায় জর্জরিত হ্যাজার্ড রিয়ালের হয়ে চার বছরে মাত্র ৭৬ ম্যাচ খেলে ৭টি গোল করেন। ২০২৩ সালের জুনে চুক্তি শেষ করে চার মাস পরই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
এসএস/এসএন