সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয় : সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অ্যাক্রিডিটেশন কার্ডধারী সংবাদকর্মীদের ভোটকক্ষে প্রবেশে অনুমতি নেওয়ার বিধান থাকা উচিত নয়। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। এছাড়া ভোটকক্ষে একসঙ্গে কয়জন সাংবাদিক প্রবেশ করতে পারবেন, সে বিষয়েও ছাড় দেওয়া উচিত।

শনিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা–২০২৫ শীর্ষক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. সাখাওয়াত হোসেন বলেন, নীতিমালায় ছোট ছোট সংস্কার আনা দরকার। এটা আমার ব্যক্তিগত মতামত, সরকারের নয়। ইসি যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়, তবে যতটা সম্ভব উদার হতে হবে। অ্যাক্রিডিটেশন (সাংবাদিক কার্ড) দেওয়ার পর ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকা উচিত নয়। কতক্ষণ থাকবেন, সেটাতেও বাধা দেওয়া ঠিক নয়। ভোটকক্ষে প্রবেশে অনুমতির বিধান রাখা উচিত নয়, এটা বাদ দেওয়া দরকার। তবে গোপন কক্ষে প্রবেশ করা যাবে না।

কক্ষে দুজনের বেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সময়ও এটা ছিল, কারণ ভোটকক্ষের জায়গা ছোট। সেখানে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, বিভিন্ন দলের এজেন্ট থাকেন। বেশি সাংবাদিক প্রবেশ করলে জায়গা সংকট হয় এবং ভোটগ্রহণে অসুবিধা হয়। তবে এখন এটা পুনর্বিবেচনা করা উচিত। প্রকৃত ভোটার ভোট দিচ্ছেন কি না, অনিয়ম হচ্ছে কি না- সেটা দেখাই আসল বিষয়। আমরা টিভিতে লাইভ দেখে ব্যবস্থা নিতাম। নারায়ণগঞ্জ সিটি ভোটের সময় টিভিতে দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলাম।

তিনি বলেন, ইসির প্রতি অনুরোধ- সাংবাদিকদের সঙ্গে বসুন। এমন কিছু নেই, যা আলোচনা করে সমাধান করা যায় না। এখনো সময় আছে, বসুন। ‘মেইক ইট ট্রান্সপারেন্ট’। লাইভ টেলিকাস্ট করতে দিন। ইসি বলছে, শতাব্দীর সেরা নির্বাচন করবে- তাহলে ইসির চোখ হওয়া উচিত ক্রিস্টাল ক্লিয়ার। কেন্দ্রে ঢোকার পর ভোটকক্ষে প্রবেশে অনুমতির দরকার নেই। আশা করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটাবে ইসি। এজন্য মিডিয়ার সহায়তা নিতে হবে, কারণ মিডিয়াই হচ্ছে তাদের চোখ। দুধে এক ফোঁটা চুন পড়লে যেমন সেটা বিক্রি করা যায় না, তেমনি একটি জাল ভোট পড়লেও রি–ইলেকশন করতে হবে।

২০০৮ সালের সেনাসমর্থিত সরকারের সময়কার এই নির্বাচন কমিশনার বলেন, আমরা যখন নির্বাচন কমিশনার ছিলাম, তখন সাংবাদিকরাই ছিল আমাদের চোখ। আমরা আচরণবিধিসহ নানা সংস্কার করছিলাম, সাংবাদিকরা তখন অনেক সহযোগিতা করেছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আমরা গণমাধ্যম থেকে ফিডব্যাক পেতাম। স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচনই ছিল আমাদের লক্ষ্য। শতভাগ সুষ্ঠু নির্বাচন কোনো দেশেই হয় না, তবে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রযুক্তির যুগে ইসির সবচেয়ে বড় সহায়ক গণমাধ্যমই হতে পারে।

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, আমরা বারবার বলছি- আমাদের কোনো দল নেই, কোনো দলকে সমর্থনও করব না। আমরা চাই একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন। কে এলো বা কে এলো না, সেটা আমাদের বিষয় নয়। আমরা শুধু একটি ভালো নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই। বাকিটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ইসি যেভাবে চাবে, সরকারকে সেভাবেই সহায়তা দিতে হবে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর অনেক তরুণ ভোটার ভোট দিতে পারেননি। ২০২৪ সালের নির্বাচনে বলেছিলাম, যারা ভোটে অংশ নেবেন- তাদের ‘আম’ ও ‘ছালা’ দুটোই যাবে। আসাদের অনেক বন্ধু–বান্ধবদের দুটোই গেছে।

ড. সাখাওয়াত হোসেন বলেন, নারী সাংবাদিকরা চাকরির ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। এজন্য আপনারা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ান। এ বিষয়ে বিএফইউজে মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে পারে।

বিবিসি মিডিয়া অ্যাকশনের সহযোগিতায় দ্য ডেইলি স্টারের সভাকক্ষে আয়োজিত এই সভাটি আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক রাজার সভাপতিত্বে ও বিজেসির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব এবং আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, আরএফইডি সভাপতি কাজী এমাদ উদ্দীন (জেবেল), সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


আইকে/টিকে


Share this news on:

সর্বশেষ

১০ কৌশলে ব্যবহৃত হচ্ছে ডিপফেক-চিপফেক Jan 11, 2026
img
ব্যাংক ঋণের জন্যও তদবির করতে ঢাকায় যেতে হয়: আমীর খসরু Jan 11, 2026
img
খালেদা জিয়া জাতির আস্থাশীল অভিভাবক ছিলেন : অমিত Jan 11, 2026
ডিবির হাতে আটক মুসাব্বিরের ঘাতকরা! Jan 11, 2026
যাদের জানাযা পড়তেন না নবীজি Jan 11, 2026
ঢাবিতে চালু হচ্ছে সন্ধ্যাকালীন বাস! ডাকসু নিয়েছে আরও যেসব উদ্যোগ Jan 11, 2026
স্টাইল স্টেটমেন্টে ভাইরাল আলিয়া Jan 11, 2026
সিনেমার সাফল্যে দীপিকার মুচকি হাসি Jan 11, 2026
img
'এটা নিয়ে আমি চিন্তাও করি না', বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে শান্ত Jan 11, 2026
img
প্রতিশ্রুতির চেয়েও পাঁচগুণ বেশি কাজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি: সাদিক কায়েম Jan 11, 2026
img
জেতার জন্য সবাইকে আরও বেশি দায়িত্ব নিতে হবে: সোহান Jan 11, 2026
img
সাবেক আইনমন্ত্রী ও তার বান্ধবীসহ ৪ জনের বিরুদ্ধে সিআইডির মামলা Jan 11, 2026
img
গোপন তথ্য ফাঁসের অভিযোগে খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা! Jan 11, 2026
img
চট্টগ্রামে আগুনে পুড়ল ৬ বসতঘর Jan 11, 2026
img
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের Jan 11, 2026
img
দুই দফা ফোনালাপের পর জেদ্দায় তৌহিদ হোসেন ও ইসহাক দারের সাক্ষাৎ Jan 11, 2026
img
ফোনালাপের পর জেদ্দায় সরাসরি বৈঠকে বসেছেন তৌহিদ হোসেন ও ইসহাক দার Jan 11, 2026
img
বিমান দুর্ঘটনায় প্রাণ গেল কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পীর Jan 11, 2026
img

স্প্যানিশ সুপার কোপা

এল ক্লাসিকো ফাইনালে রিয়াল-বার্সেলোনার মাঝে কে ফেবারিট? Jan 11, 2026
img
প্রয়াত ‘ইন্ডিয়ান আইডল’ তারকা কাজ করেছিলেন সালমানের সঙ্গে Jan 11, 2026