প্রস্টেট ক্যান্সারের জন্য রেডিয়েশন থেরাপি এবং হরমোন চিকিৎসা নিচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (১১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, গত মে মাসে বাইডেনের প্রস্টেট ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকরা জানান, এটি একটি আগ্রাসী ধরনের হলেও হরমোন-সংবেদনশীল। এটি চিকিৎসায় ভালো সাড়া দিতে পারে বলে আশা করেছেন তারা।
বাইডেনের চিকিৎসক দল জানিয়েছে, তার (বাইডেনের) চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবেই এই রেডিয়েশন এবং হরমোন থেরাপি চলছে।
এমকে/টিকে