সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ ছিল সিরিজের তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে।
এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি। আর এই মানহানির মামলা দায়ের করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন।
লাগাতার ফোন আসছে তার স্ত্রী বোনের কাছেও। এপ্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, ‘আমার কারণে তাদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যিই দুষ্কর।’ যদিও অভিযোগ আনার সময় কোনওরকম নাম উল্লেখ করেননি। একইসঙ্গে তিনি আরও বলেছেন যে, ‘আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। সেই কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম।’
তার কথায়, ‘সত্যকে বিকৃত করা যায় কিন্তু পালটে ফেলা যায় না। আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সবকিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্যও আমি প্রস্তুত।’