মালয়ালম চলচ্চিত্র আবারও ইতিহাস গড়ল - ডমিনিক আরুন পরিচালিত ও দুলকর সালমান প্রযোজিত লোকাহ: চ্যাপ্টার ওয়ান - চন্দ্র বিশ্বজুড়ে ৩০০ কোটি রুপি আয় ছুঁয়ে ফেলেছে। এটি শুধু মালয়ালম সিনেমার জন্যই নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্রের জন্য এক মাইলফলক অর্জন।
মাত্র ৩০ কোটি টাকার সীমিত বাজেটে নির্মিত এই ফ্যান্টাসি-অ্যাকশনধর্মী ছবিতে কাল্যাণী প্রিয়দর্শন অভিনয় করেছেন মালয়ালম সিনেমার ইতিহাসে প্রথম নারী সুপারহিরো চরিত্রে। পৌরাণিক উপকথা, বিজ্ঞানকল্প ও আবেগের মিশেলে নির্মিত লোকাহ এখন নতুন সংজ্ঞা দিচ্ছে আঞ্চলিক চলচ্চিত্রের শক্তিকে।
চলচ্চিত্রটি কেবল কেরালায় নয়, তেলেগু ভাষাভাষী রাজ্যগুলোতেও বিপুল সাড়া ফেলেছে। ইতিমধ্যে এটি পুলিমুরুগন, মানজুম্মেল বয়েজ এবং আসন্ন এমপুরান-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রকেও ছাড়িয়ে গেছে বাণিজ্যিক সাফল্যে।
সমালোচকরা বলছেন, নারী-নেতৃত্বাধীন গল্পও যে ব্যাপক দর্শক টানতে পারে, লোকাহ তারই উজ্জ্বল প্রমাণ। আর দর্শকের প্রতিক্রিয়া বলছে - এটি কেবল একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের নতুন যুগের সূচনা।
এটি পাঁচ পর্বের এক বিশাল ফ্র্যাঞ্চাইজির প্রথম অধ্যায়, যার প্রতিটি অধ্যায়েই থাকবে শক্তি, পরিচয় ও মানবিকতার নতুন সংলাপ। লোকাহ: চ্যাপ্টার ওয়ান - চন্দ্র এখন শুধু মালয়ালম নয়, সমগ্র ভারতীয় সিনেমার গর্বের প্রতীক।
টিকে/