শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল আজ সকাল ৬টা থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রোববার (১২ অক্টোবর) সকাল থেকে পূর্ব ঘোষণা ছাড়াই ময়মনসিংহ রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। তবে টাঙ্গাইল রোডে অল্প কিছু গাড়ি চলাচল করতে দেখা গেছে।
বাস না পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। অনেকে ক্ষোভ প্রকাশ করে বিকল্প যানবাহনের খোঁজে ছুটছেন, আবার কেউ কেউ বাড়ি ফিরে গেছেন।
এদিকে বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
শেরপুর জেলা বাস কোচ শ্রমিক ইউনিয়নের একাধিক নেতা বলেন, গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো না মানা পর্যন্ত তারা কোনোভাবেই কর্মবিরতি প্রত্যাহার করবেন না।
শেরপুর অস্টমীতলা পৌরসভার আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীরা তাদের গন্তব্যে না যেতে পেরে বাড়ি ফিরে যাচ্ছে।
এ সময় শেরপুরের ঝিনাইগাতীতে রমজান আলী বলেন, হঠাৎ করে এই বাস বন্ধ আমরা কিছু জানি না। আগামীকাল থেকে আমার ডিউটি গাজীপুর মাস্টার বাড়িতে। আমি এখন কেমনে যাব। কিছু হইলেই আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হয়।
শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, ময়মনসিংহ বাস কোস ও ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমাদের শেরপুর বাস কোচ মালিল সমিতি ও শ্রমিক ইউনিয়ন একাত্বতা ঘোষণা করেছি। শেরপুর থেকে টাঙ্গাইল রোডে কিছু গাড়ি চলাচল করছে।
আজ সন্ধ্যার পর আমাদের সিদ্ধান্ত দেবে ফেডারেশন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং এর সঠিক বিচার ও শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বা পরশু থেকে ময়মনসিংহ, ঢাকা বিভাগসহ সারাদেশে বাস চলাচল বন্ধ হয়ে যাবে।
আইকে/এসেএন