অবশেষে সব নাটকীয়তার অবসান। স্থগিতাদেশ প্রত্যাহার করে বিপিএল ফের শুরু হচ্ছে শুক্রবার (১৬ জানুয়ারি)। ১৫ জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, তা মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। সংবাদ সম্মেলন করে তা নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের সাথে বিসিবির বৈঠক শেষে এই হেভিওয়েট ক্রিকেটারদের নিয়েই বিপিএল ফের মাঠে গড়ানোর ব্যাপারে অবহিত করেন মিঠু। তিনি জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ জানুয়ারির খেলা।
প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, জোড়া কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স, ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস, ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।
এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের জেরে বিপিএল বয়কট করেন ক্রিকেটাররা। বিসিবি বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। যদিও আলোচনার মাধ্যমে শেষপর্যন্ত আলোর মুখ দেখল এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ।
পিএ/টিএ