ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আসন্ন নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু কিছু কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল মেরে রাখার পরিকল্পনা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকা সরাইল উপজেলার আলীনগর এবং নিজ গ্রাম সরাইলে আয়োজিত পৃথক দুটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আমার কানে এসেছে, সরাইলের কিছু সেন্টারে তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার চিন্তা করছে। আমি পুলিশ, প্রশাসন ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একটি সেন্টারেও যদি কেউ ভোট দখল বা জালিয়াতির চেষ্টা করে, তবে আমার ভাই-বোনেরা আপনারা পাহারাদার হয়ে সেখানে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, 'আমার বাবার সঙ্গে যে কারচুপির জুলুম হয়েছিল, সেই জুলুম যেন ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে না হয়। উপরে আল্লাহ আর নিচে আপনারাই আমার একমাত্র শক্তি। আমি আশা করি আপনারা আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।'
আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা বলেন, ১৯৭৩ সালে তার বাবা এই আসন থেকে নির্বাচিত হলেও তৎকালীন সরকারের ষড়যন্ত্রের কারণে কাজ করতে পারেননি। তিনি বলেন, 'আমার দাদা-দাদির কবর এই মাটিতে। বাবার সেই অসমাপ্ত কাজ যেন আমার হাত দিয়ে সমাপ্ত হয়, আল্লাহর কাছে সেই দোয়াই করি। আগামী ৫ বছর আপনাদের এবং আপনাদের পরিবারের দায়িত্ব আমি নিচ্ছি।'
দীর্ঘ ১৫ বছর মিডিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি সাংবাদিকদের প্রতিটি কেন্দ্রে নজরদারি করার অনুরোধ জানান। তিনি বলেন, 'আপনারা ১২ তারিখ পর্যন্ত ভোটের আমানত হেফাজত করুন। আপনারা সাথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না।'
পিআর/টিএ