শিবিরকে নারীবিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা: জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। নারীর অধিকার রক্ষায় ইসলাম যেমন প্রোমোট করেছে, ছাত্রশিবিরও সেইভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে।

সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিবির সভাপতি জাহিদুল সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, ‘ছাত্রশিবির হিন্দু ভাই-বোনসহ সবার পাশে ইতিবাচক ভূমিকা রাখছে। যারা কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে হাজার কোটি টাকা লুট করেছে, খুন-গুম করেছে ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন দেশপ্রেমিক তৈরি করি, যেখানে কোনো জুলুম-নির্যাতন বা লুটপাট থাকবে না।’
 
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছাত্রশিবিরে যোগ দেয়া বাধ্যতামূলক নয়। তবে সংগঠন সম্পর্কে জানতে পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে শিক্ষক ও অভিভাবকরা দিকনির্দেশনা দেবেন, কিন্তু মূল কাজগুলো করতে হবে নিজেরাই। সফল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।’ তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির তোমাকে স্বপ্ন দেখায়, লক্ষ্য ঠিক করে দেয় এবং বাস্তবায়নে গাইডলাইন দেয়। স্বপ্ন বাস্তবায়নে যা করণীয়, সেটাই করবে।’
 
অনুষ্ঠানটির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ ও শহর শাখা। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাসুদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
 
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান, শহর সেক্রেটারি মেহেদী হাসান, একাদশ শ্রেণির শিক্ষার্থী শানজিন নাহার শুভা ও তাসনিম আলম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ইসিতে এবার শাপলা প্রতীকের দাবি করলো বাংলাদেশ কংগ্রেস Oct 13, 2025
img
গাজা সম্মেলনে যোগ দিচ্ছেন না নেতানিয়াহু Oct 13, 2025
img
ছাত্ররাজনীতির মডেল দেখিয়েছে শিবির : সাদিক কায়েম Oct 13, 2025
যুদ্ধবিরতির মধ্যেই খুন ফিলিস্তিনি সাংবাদিক আলজাফারউই Oct 13, 2025
img
এমপিওভুক্ত শিক্ষকদের পাশে জামায়াত, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ Oct 13, 2025
img
আরেকটি ১/১১-এর মাধ্যমে আ. লীগ ফিরলে কারো রক্ষা হবে না : রাশেদ খান Oct 13, 2025
img
অবশিষ্ট ১৩ জিম্মিকেও মুক্তি দিলো ফিলিস্তিনি গোষ্ঠী Oct 13, 2025
img
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা Oct 13, 2025
খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মির্জা ফখরুলের মত বিনিময় Oct 13, 2025
প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রতিক্রিয়া Oct 13, 2025
যে দাবিতে মাঠে ঢাকা কলেজ- ইডেন কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা Oct 13, 2025
'শিবির শতভাগ পিওর ও খাঁটি প্যানেল' Oct 13, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার Oct 13, 2025
img
গাজায় পৌঁছাল ফিলিস্তিনি বন্দিদের বহনকারী প্রথম বাস Oct 13, 2025
img
এ বছরের অর্থনীতির নোবেল সম্মান তিনজনের ঝুলিতে Oct 13, 2025
img
ডিসেম্বরের মধ্যে বিচার কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের বাধা নেই: সারজিস আলম Oct 13, 2025
img
বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে চালু চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ Oct 13, 2025
img
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌কারাগার ঘোষণা, প্রজ্ঞাপন জারি Oct 13, 2025
img
আবারও বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি! Oct 13, 2025
img
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে নয়: মোহাম্মদ তাহের Oct 13, 2025