জমকালো আয়োজনে ইতালির রোমে শুরু হয়েছে ৮০তম বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফপি) অনুষ্ঠান। রোমের স্থানীয় সময় দুপুর ২টায় বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া বিকেল সাড়ে ৪টায় রোমের মেয়র রবার্তো গুয়ালটিয়েরির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকেল সোয়া ৫টায় জিবুতির প্রধানমন্ত্রী আবদুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর মহাপরিচালক ড. কু ডংইউ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্র হয়ে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।
চলতি বছরের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।
আইকে/এসএন