উদ্বোধনের অপেক্ষায় ২৫ সেতু

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের তিনটি প্যাকেজের অন্তর্ভুক্ত ২৫টি সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই সেতুগুলো জাপান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতুগুলো উদ্বোধন করতে পারেন।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ জাওয়েদ আলম বাংলাদেশ টাইমসকে বলেন, এই প্রকল্পে সাতটি প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজের অন্তর্ভুক্ত ৮২টি সেতু। এগুলো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯১১ কোটি ৭৫ লাখ টাকা। অক্টোবর পর্যন্ত ৬০টি সেতুর নির্মাণে ব্যয় করা হয়েছে ১১ হাজার ৩৬৭ কোটি ১০ লাখ  টাকা।

তিনি আরো বলেন, তিনটি প্যাকেজের কাজ সম্পন্ন হবে এই মাসের শেষের দিকে। আর দুইটি প্যাকেজের কাজ শেষ হবে আগামী জুনে। তবে ২২টি সেতুর কাজ এখনো শুরু হয়নি। এগুলোর টেন্ডার প্রক্রিয়াধীন।

প্রকল্প সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পগুলো শেষ হবার সময় ছিল ২০২২ সালের জুনে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।  ইতোমধ্যে সাতটি প্যাকেজের মধ্যে পাঁচটি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, দেশের ২৬টি জেলায় ১০৬টি সেতু নির্মাণের তালিকা করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সেখান থেকে ৬০টি সেতু নির্মাণের জন্য সুপারিশ করে জাইকা। জাইকার সুপারিশে ২০১৫ সালের ১০ নভেম্বর ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ৪৬৭৪ মিটার। জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কে সেতুগুলো নির্মাণ করা হচ্ছে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ জাওয়েদ আলম জানান, ৮২টি সেতুর মধ্যে ১০টি সেতু জাপানি ইস্পাতের তৈরি । যার মধ্যে ৬টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।

 

টাইমস/টিআর/এসআই

 

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024