যুদ্ধ থামায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘আরও ভালো হওয়ার’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার (১৩ অক্টোবর) নেসেটে ইসরাইলি আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণের সময় এ আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তুমি এখন আরও ভালো হয়ে যেতে পারো, বিবি (নেতানিয়াহুর শৈশবের ডাকনাম)। তুমি এখন যুদ্ধে নেই। এসময় গাজায় সংঘাত বন্ধের জন্য নেতানিয়াহু এবং নিজের প্রশংসাও করেন ট্রাম্প। বলেন, ‘শান্তি এখন আর কেবল আশা নয়... এটি একটি বাস্তবতা। মার্কিন সহায়তায় ইসরাইল জয়ী হয়েছে।’ খবর এনডিটিভি’র।
এদিকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থীতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরাইল। ট্রাম্পকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে, সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলি পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে। ট্রাম্প আগ্রহ প্রকাশ করলেও, ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জিতে নেয়ার কয়েকদিনের মাথায় এ ঘোষণা দিলো ইসরাইল।
ইসরাইলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন। নেসেট মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেয়ার পর ওহানা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোনো ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি।’
তিনি আরও বলেন, ‘আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ মোড়। অটল সংকল্পের মাধ্যমে আপনি বিশ্বের কমপক্ষে আটটি অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়েছেন। ৯ মাসেরও কম সময়ের মধ্যে, আপনি ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টদের একজন হয়ে উঠেছেন।’ শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা।
এসএস/এসএন