ঝিনাইদহে বিএসএফের গুলিতে আবার বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। চার দিন আগেও এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ।

শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার সীমান্তে সুমন (২৫) নামে ওই বাংলাদেশিকে হত্যা করা হয়। নিহত সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি জানান, লড়াইঘাট বিওপির বিপরীতে বিএসএফের পাখিউড়া ক্যাম্পের পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে এই ঘটনা ঘটে। ভারতের অভ্যন্তরে শিলগেটে বিএসএফ এক রাউন্ড ফায়ার করে। এ সময় গুলিতে বাংলাদেশি গরু চোরাকারবারী সুমন নিহত হয়। সুমনের মরদেহ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

৩ নভেম্বর মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক রাখাল নিহত হন।

 

টাইমস/এসআই

Share this news on: