দক্ষিণ এশিয়ার প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে হাইপারস্কেল ডেটা সেন্টার স্থাপনে হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে এই প্রযুক্তি জায়ান্ট।
ইতোমধ্যে অন্ধ্রপ্রদেশ স্টেট ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড প্রকল্পটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। গুগলের পরিকল্পিত এই ডেটা সেন্টারটি যুক্তরাষ্ট্রের বাইরে অন্যতম বৃহৎ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে জানানো হয়েছে। এটি হবে ভারতে এক গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ডেটা সেন্টার ক্লাস্টার।
গবেষণা অনুযায়ী, ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে প্রকল্পটি অন্ধ্রপ্রদেশের গ্রস স্টেট ডোমেস্টিক প্রডাক্টে (জিএসডিপি) বছরে গড়ে ১০ হাজার কোটি রুপি যোগ করবে। পাশাপাশি সরাসরি ও পরোক্ষভাবে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এই ডেটা সেন্টার শুধু অন্ধ্রপ্রদেশ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার এআই, ক্লাউড কম্পিউটিং, ৫জি এবং ই-গভর্ন্যান্স খাতে নতুন গতি আনবে।
অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, গুগল ও সংশ্লিষ্ট অংশীদাররা প্রকল্পটি দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
ইএ/টিকে