‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত তরুণ অভিনেতা ফিন উলফহার্ড এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। অভিনয় নয়, এবার তিনি তৈরি করছেন একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র—প্রখ্যাত আমেরিকান ব্যান্ড দ্য রিপ্লেসমেন্টস–এর জীবনগাথা নিয়ে। পিতা এরিক উলফহার্ড ও প্রযোজক রিচ পিটের সঙ্গে যৌথভাবে এই ছবিটি তৈরি করছেন ফিন।
এক প্রতিবেদনে জানা গেছে, ছবিটি নির্মিত হবে সাংবাদিক বব মেহারের বহুল বিক্রিত জীবনীগ্রন্থ ট্রাবল বয়েজ: দ্য ট্রু স্টোরি অব দ্য রিপ্লেসমেন্টস অবলম্বনে। ফিন ও তার বাবা এরিক যৌথভাবে চিত্রনাট্য লিখছেন, আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন রিচ পিটে, যিনি তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘নেইবারহুড ওয়াচ’-এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন।
২০১৬ সালে প্রকাশিত বব মেহারের বইটিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ব্যান্ডটির যাত্রাপথ—মিনিয়াপোলিসের একদল তরুণের পাঙ্ক ব্যান্ড থেকে শুরু করে কীভাবে তারা আমেরিকান অল্টারনেটিভ রক সঙ্গীতের অন্যতম প্রভাবশালী নাম হয়ে ওঠে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে ফিন জানিয়েছেন, এই সিনেমার কাজ তিনি বহুদিন ধরে গোপনে এগিয়ে নিচ্ছিলেন। তিনি বলেন, “আমি এই ব্যান্ডটির সঙ্গে এক অদ্ভুত মিল অনুভব করি, হয়তো সেই কারণেই গল্পটা আমাকে গভীরভাবে টানে।”
প্রযোজক রিচ পিটে ও ফিন উলফহার্ড এর আগেও একসঙ্গে কাজ করেছেন দ্য লেজেন্ড অব ওচি ছবিতে, যা এ বছর সান্ডান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সম্প্রতি ফিন নিজেও সহ-পরিচালনা ও সহ-লেখনা করেছেন ভৌতিক সিনেমা হেল অব আ সামার।
এর পাশাপাশি অপেক্ষায় রয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুম, যা নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে। অভিনয়ের পাশাপাশি এখন লেখালেখি ও পরিচালনায়ও নিজের নতুন দিক উন্মোচন করছেন তরুণ এই তারকা।
এবি/টিকে