ট্রলারের ইঞ্জিন নষ্ট: বঙ্গোপসাগরে ১৫ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে একটি ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে বরগুনার ১৫ জেলে নিখোঁজ হয়েছে। শনিবার সকালে নারিকেল বাড়িয়ায় বঙ্গোপসাগরে ট্রলারটি নিখোঁজ হয়।

নিখোঁজ ট্রলারের মাঝি সগির হোসেন পাথরঘাটা মৎস বন্দরে এসে এই তথ্য জানান বরগুনার জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তাফা চৌধুরীকে।

তিনি জানান, বৃহস্পতিবার ‘তরিকুল’ নামে একটি ট্রলারে করে ১৬ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বরগুনা সদরের নলী গ্রামের নজরুল ইসলাম এই ট্রলারের মালিক। সকাল ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসারে নারিকেল বাড়িয়া এলাকায় ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়।

সগির হোসেন অন্য ট্রলারে উঠে তীরে ফিরে আসেন। ট্রলারটি উদ্ধারের জন্য আরেকটি ট্রলার নিয়ে তিনি সেই এলাকায় আবার যান। তারা গিয়ে ট্রলারটি আর খুঁজে পাননি।

 

টাইমস/এসআই

Share this news on: