ভারত এবং এর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এসময় মোদিকে (নাম উচ্চারণ না করে) নিজের ‘ খুব ভালো বন্ধু’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
গাজায় ইসরাইল-হামাস সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি ঘোষণার পর মিশরে বিশ্বনেতাদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেয়ার সময় ট্রাম্প মঞ্চ থেকে বলেন, তিনি মনে করেন ‘ভারত এবং পাকিস্তান খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে’।
মঞ্চে ট্রাম্প তার পেছনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দিকে তাকিয়ে বলেন, ‘ভারত একটি দুর্দান্ত দেশ। আমার একজন খুব ভালো বন্ধু দেশটির শীর্ষ পর্যায়ে আছেন এবং তিনি দুর্দান্ত কাজ করছেন।’
‘আমার মনে হয় পাকিস্তান এবং ভারত খুব সুন্দরভাবে একসাথে বসবাস করবে’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে শেহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করে, ট্রাম্প পাক প্রধানমন্ত্রীকে সমাবেশে ভাষণ দেয়ার জন্য আমন্ত্রণ জানান।
এসময় শেহবাজ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘নিরলস প্রচেষ্টার’ কারণেই মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে এবং তারপর যুদ্ধবিরতি অর্জনে (গাজায়) অসামান্য এবং অসাধারণ অবদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান।’
আইকে/এসএন