জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব তখন মারাত্মক ঝুঁকিতে পড়বে।’
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, এখনও তারা একইভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশি-বিদেশি এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে মানবাধিকার, আইনের শাসন, কথা বলার স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত থাকবে। আমরা এমন এক সমাজ চাই, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সবার মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে।’
মাহবুবুর রহমান আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতি তৃণমূলে ছড়িয়ে দিয়েছিলেন, তার ধারক দেশনায়ক তারেক রহমান। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ৩১ দফা নিয়ে এগোচ্ছি, তা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা।’
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরায়েজী, আলী আক্কাছ মুরাদ, যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসএস/এসএন