ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল স্পেন। দারুণ ছন্দে থাকা মিকেল মেরিনো করলেন জোড়া গোল। বুলগেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার আরও কাছে পৌঁছে গেল লুইস দে লা ফুয়েন্তের দল।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৪-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।
স্পেনের আরেক গোলদাতা মিকেল ওইয়ারসাবাল। অন্যটি আত্মঘাতী।
ইউরোপ অঞ্চলের বাছাইয়ে চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষেই রইল স্পেন। এই চার ম্যাচে ১৫ গোল করার পাশাপাশি একটিও হজম করেনি তারা।
একই সময়ে আরেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয়ী তুরস্ক ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩ পয়েন্ট নিয়ে তিনে জর্জিয়া। বুলগেরিয়া এখনও পয়েন্ট পায়নি।
গ্রুপের শীর্ষ দল সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপকে খেলতে হবে প্লে-অফে।
চার দলের প্রত্যেকের ম্যাচ বাকি দুটি করে।
প্রতিযোগিতামূলক ফুটবলে এই নিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল স্পেন। স্পর্শ করল তারা নিজেদের রেকর্ড। ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে রেকর্ডটি গড়েছিল স্প্যানিশরা।
শুরু থেকে একের পর এক আক্রমণে বুলগেরিয়াকে কাঁপিয়ে দেয় স্পেন। নবম মিনিটে আলেক্স বায়েনার শট ফিরিয়ে দেন সফরকারী গোলরক্ষক।সামু, ওইয়ারসাবালদের আরও কয়েকটি প্রচেষ্টা রুখে দেন তিনি।
তার সেই বাঁধ ভেঙে যায় ৩৫তম মিনিটে। বক্সে রবিন লে নরম্যান্ডের হেড পাসে হেডেই গোল করে স্পেনকে এগিয়ে নেন মেরিনো।
দ্বিতীয়ার্ধের শুরুতে বোর্হা ইগলেসিয়াসের দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন বুলগেরিয়ার গোলরক্ষক। ৫৭তম মিনিটে আরেকটি হেডে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো।
চলতি বাছাইয়ে চার ম্যাচে একটি হ্যাটট্রিকসহ আর্সেনালের ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের গোল হলো ৬টি।
৭৯তম মিনিটে প্রতিপক্ষের পাস ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে বল পাঠান বুলগেরিয়ার আতানাস চেরনেভ। আর যোগ করা সময়ে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-০ করেন ওইয়ারসাবাল। মেরিনো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পেয়েছিল স্পেন।
এমআর/টিকে